সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০৬:৫৬

সাপের সঙ্গে সেলফি তোলার খেসারত ১ কোটি ২০ লাখ!

সাপের সঙ্গে সেলফি তোলার খেসারত ১ কোটি ২০ লাখ!

এক্সক্লুসিভ ডেস্ক : সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে দেড় লাখ ডলার খেসারত গুনতে হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ডিয়াগো শহরের এক ব্যক্তিকে।  বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।  রোববার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে র‌্যাটল সাপের সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন ফসলার নামের ওই ব্যক্তি।  ঝোপের ভেতর থেকে সাপটিকে টেনে বের করে সেলফি তোলার জন্য তিনি পোজ দিচ্ছিলেন।

এসময় তেজে গিয়ে সাপটি ফসলারের বাহুতে কামড় বসিয়ে দেয়।  এ অবস্থায় চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি হন তিনি।  চিকিৎসা ব্যয়বাবদ তাকে এখন এক লাখ ৫৩ হাজার ১৬১ ডলার গুনতে হচ্ছে, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ১ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ৫৫৮ (১ ডলার = বাংলাদেশি টাকায় ৭৮ টাকা হিসাবে)।
 
তার চিকিৎসা করতে গিয়ে দুটি হাসপাতাল তাদের সব বিষবিরোধী ওষুধ ব্যবহার করেছে।  এতে এত বিল হয়েছে তার।  তবে ফসলারের চিকিৎসা বীমা রয়েছে।  ফলে সংশ্লিষ্ট কোম্পানিটি এখন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করছে।

ফসলার বলেন, কামড় খাওয়ার পর আমার সারা শরীর কাঁপছিল।  পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল।  মনে হচ্ছিল, আমার জিহ্বা আমার মুখ থেকে বেরিয়ে আসছে।  চোখগুলো যেন আর সঙ্গে থাকছিল না।
 
ফসলারের নিজের একটি পোষা র‌্যাটল সাপ ছিল।  কিন্তু আক্রমণের শিকার হওয়ার পর সেটিকে তিনি জঙ্গলে ছেড়ে দেন।  সূত্র : এনডিটিভি
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে