মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২২, ১২:৪৭:১১

হ্যাপি প্রপোজ ডে; যে কারণে মেয়েরা প্রথমে প্রপোজ করে না

হ্যাপি প্রপোজ ডে; যে কারণে মেয়েরা প্রথমে প্রপোজ করে না

এক্সক্লুসিভ ডেস্ক : ভ্যালেন্টাইন ডের সকল কার্যক্রম শুরু হয় প্রপোজ ডে থেকে। আজ সেই প্রপোজ ডে। নিজের অনুভূতি প্রাণের মানুষের সামনে বলতে ইচ্ছা করে, 'আমার দুনিয়ায় শুধুমাত্র তোমারই অস্তিত্ব রয়েছে। তোমার মুখে হাসি ফোটানোর জন্য সমস্ত কিছু করতে রাজি আছি আমি। আমার দিন যতটাই জঘন্য কাটুক না কেন, তোমার হাসির ছটা আমায় আনন্দে ভরিয়ে দেয়।'

কারও প্রতি মনে ভালোবাসা থাকলে, তা ব্যক্ত করার সময় আজ। ভাবছেন, কীভাবে বলবেন মনের কথা? ভাবছেন কেন আমরাই শুধু বলবো? একটি মেয়েও তো তার মনের মানুষকে এসে বলতে পারে, 'সকলের সামনে এটি বলতে আমার লজ্জা করছে না যে, আমি তোমার জন্য উন্মাদ পাগলিনী। তুমি যখনই চোখের পলক ফেলো, সময় থেমে যায়! তুমি যখনই রাগ করো, আমার নিঃশ্বাস স্তব্ধ হয়ে যায়।'

কিন্তু তেমনটি আসলে দেখা যায় না। খোলাখুলিভাবে কথা বলতে পছন্দ করা সেই মেয়েটিও যেন এক্ষেত্রে একদমই মুখ লুকিয়ে থাকে। যেন আগে বলে দিলেই বিশাল কোনো ক্ষতি হয়ে যাবে! আসলে কী এমন বিষয়, যার কথা ভেবে মেয়েরা আগে প্রপোজ করে না? নির্লজ্জতা মনে হতে পারে ভেবেই তারা আগে প্রপোজ করে না। স্বভাবগতভাবেই মেয়েরা ছেলেদের তুলনায় লাজুক হয়ে থাকে। তাই আগ বাড়িয়ে ভালোবাসার কথা জানাতে গেলে বা প্রপোজ করলে ছেলেটি তাকে নির্লজ্জ মনে করতে পারে।

এছাড়া বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে এড়িয়ে যায়। ছেলেটি তার ভালো বন্ধু। এই বন্ধুত্ব মেয়েটি হারাতে চায় না। হয়তো বন্ধুর মতো মিশতে গিয়েই কখন ভালোবেসে ফেলেছে কিন্তু বলে দিলে যদি হারিয়ে ফেলে, যদি বন্ধুটি তাকে গ্রহণ না করে বা ফিরিয়ে দেয়, তখন বন্ধুত্ব থাকবে তো! বন্ধুত্ব হারানোর ভয়ে তারা পছন্দের মানুষকে জানাতে পারে না ভালোবাসার কথা।

এছাড়া আত্মসম্মান নষ্ট হওয়ার ভয় তো রয়েছে। ছেলেটি যদি তাকে ফিরিয়ে দেয় তখন সেটি কতটা লজ্জাজনক হবে, এই ভেবে ভেবে মেয়েটি বারবার পিছিয়ে আসে। খালি হাতে ফিরে আসার বঞ্চনা ও অপমানের বদলে না বলার কারণে মনের মানুষটি যদি হারিয়েও যায়, তাতেই যেন স্বস্তি বেশি! তাইতো আত্মসম্মান ধরে রাখতে গিয়ে নিজের মনে কষ্ট সহ্য করে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে