এক্সক্লুসিভ ডেস্ক : এবার আরও এক সৌদি রাজপ্রাসাদের সন্ধান পাওয়া গেছে। তাও আবার সুদূর ফ্রান্সে। তবে এই প্রাসাদ সৈকতে শুধুই অবকাশ যাপনের জন্য, রাজত্ব পরিচালনার জন্য নয়।
পশ্চিম ফ্রান্সের রিভিরা সমুদ্র সৈকতের ওই প্রাসাদে অবকাশ কাটাতে গেছেন সৌদি বাদশা সালমান। সাথে রয়েছেন সহস্রাধিক সফরসঙ্গীও। শুক্রবার তিনি এখানে পৌঁছান এবং তিন সপ্তাহ অবকাশ কাটাবেন।
সৌদি বাদশার ওই পারবারিক প্রাসাদ সমুদ্র তীরবর্তী প্রায় এক মাইলজুড়ে অবস্থিত। ১৯৭৯ সালে এটি কেনেন পরবর্তী বাদশাহ ফাহদ। বর্তমান বাদশার এ অবকাশ যাপনকালে তার ঘনিষ্ঠজনেরা তাকে সঙ্গ দিচ্ছেন।
সৌদি বাদশার সফরে এ অঞ্চলে অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তারা এ সফরকে আশীর্বাদ হিসেবেই দেখছেন।
তবে সৌদি রাজপরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য সৈকতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে বহু লোক অসন্তুষ্ট হয়েছেন।
সৌদি বাদশার সফরে উল্লাস প্রকাশ করে স্থানীয় হোটেল ম্যানজারদের সমিতির সভাপতি মাইকেল শেভিলন বলেন, ‘স্পষ্টতই এটা শুভ সংবাদ। তাদের কেনাকাটার বিপুল সামর্থ্য রয়েছে। এরফলে শুধু বিলাসবহুল হোটেল ব্যবসারই লাভ হবে না, শহরের খুচরা বিক্রেতা ও পর্যটন ব্যবসায়ীরাও লাভবান হবেন।’ সূত্র: এএফপি
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/