এক্সক্লুসিভ ডেস্ক: কত বড় হলে একটা ফুলকে বৃহত্তম ফুল বলা হবে? সবার ধারণাকে হার মানিয়ে জাপানের রাজধানী টোকিওর এক পার্কে ফুটেছে এক বিরল প্রজাতির বিশাল আকারের ফুল। 'টাইটান এরাম' নামের এই ফুলটি দেখতে প্রতিদিন জিনদাই ন্যাশনাল পার্কে ভিড় করছে শত শত মানুষ।
ফুলটির উচ্চতা শুনলে, যে কারও চোখ কপালে উঠবে। দু-মিটার উঁচু। এটিকে নিঃসন্দেহে বলা যেতে পারে, বিশ্বের বৃহত্তম ফুল। সারা বছর দেখা মেলে না। কবে ফুটবে, ঠিক নেই। গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম এই ফুল ফুটেছে।
তবে ফুলটি দেখতে যাই হোক, এর গন্ধ খুব বিদঘুটে। পঁচা মাংসের গন্ধ এটিতে। এজন্যে এটির আরেক নাম ‘শব ফুল’।
এই ফুল দেখতে দর্শকরা যেভাবে লাইন দিয়েছেন, তা সামলাতে পার্কটি অনেক লম্বা সময় ধরে খোলা রাখতে হচ্ছে।
‘টাইটান এরাম’ ফুলটি মূলত পাওয়া যায় ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায়। সেখানে সমূদ্রপৃষ্ঠ হতে ১২০ থেকে ৩৬৪ মিটার উচ্চতায় খাড়া পাহাড়ের গায়ে এটি জন্মায়। কিন্ত ব্যাপক হারে বন উজাড়ের ফলে এই প্রজাতি এখন প্রায় বিপন্ন।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/