শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ১১:৫২:৩৫

জেনে নিন, ইন্টারনেটের স্পিড বাড়ানোর সহজ কিছু উপায়

জেনে নিন, ইন্টারনেটের স্পিড বাড়ানোর সহজ কিছু উপায়

এক্সক্লুসিভ ডেস্ক: নেটে যথেষ্ট স্পিড না থাকলে যে কি বিরক্ত লাগে, ইন্টারনেট যারা ব্যবহার করেন তারাই কেবল এর যন্ত্রনা জানেন। নেটে স্পিড না থাকলে ডাউনলোড করা যায় না, চ্যাটিং করা যায় না, কোন ফাইল খোলা যায় না, ভিডিও কল সে তো কল্পনাও করা যাবে না।

কোষ্ঠকাঠিন্য আর ধীর ইন্টারনেট স্পিডের অবস্থাটা নিশ্চয় অনুমান করতে পারছেন। তাই বলি কিছু ঘরোয়া টোটকা জেনে রাখুন। ইঞ্জিনিয়ার না ডেকে বিনা খরচে ঘরে বসেই বাড়িয়ে নিন আপনার ইন্টারনেট স্পিড।

প্রথমে ডাউনলোড ও আপলোড স্পিড দেখে নিন। ইন্টারনেট স্পিড চেক করার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। Speedtest.net বা DSLReports.com মাধ্যম দিয়ে দেখে নিতে পারেন আপনার কম্পিউটারে ইন্টারনেট স্পিড।

DNS সেটিং আপনার কম্পিউটারে ইন্টারনেট স্পিডের তারতম্য ঘটাতে পারে। ব্রডব্যান্ড ব্যবহার করার আগে দেখে নিন DNS সেটিংস। আপনার সার্ভিস প্রোভাইডারের কাছে থেকে নিজস্ব DNS সেটিংস নিন। কারণ ইন্টারনেট ব্যবহার করার সময় ডিফল্ট DNS সেটিংস তৈরি হয়। গ্লোবাল DNS সেটিংস ব্যবহার করুন সব সাইট খোলার জন্য। তারসঙ্গে IP adress, Subnet Mask, Default Gateway চেক করে নিন।

কেবল ইন্টারনেট, ব্রডব্যান্ড, FiOS কানেকশনে ইন্টারনেট স্পিড বাড়াতে tweak test  ব্যবহার করতে পারেন।
বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন
http://www.dslreports.com/tweaks
১৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে