এক্সক্লুসভি ডস্কে : সব সমাজেই কম বেশি ভিক্ষুক রয়েছে। কিন্তু ক্রেডিট কার্ডে ভিক্ষা করেন এমন ভিক্ষুকের কথা কেউ কখনো শুনেছেন? দিন বদলেছে বলে কি মানুষের দ্বারে না গিয়ে ডেবিট/ক্রেডিট কার্ডে ভিক্ষা চাইছেন! আসলে বাস্তবেই এমন এক আধুনিক সময়ের ডিজিটাল ভিক্ষুকের সন্ধার পাওয়া গেছে।
যিনি ATM কার্ড সোয়াইপ মেশিন বের করে বলেন, ‘আপনি ডেবিট কার্ডে পে করতে পারেন!’ এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের রাস্তায়। ভিখারির হাতে ATM কার্ড সোয়াইপ মেশিন দেখে অবাক হয়ে যান উপস্থিত সকলেই।
‘ডেবিট কার্ডে পে করতে পারেন!’ এমন কথা শুনে চমকে যান দুই পথযাত্রী। ভিখারি তার ঝোলা হতে একটি ATM কার্ড সোয়াইপ মেশিন বের করে সঙ্গে সঙ্গে বলেন, ‘আপনাদের কাছে নগদ টাকা না থাকলেও তাতে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে কার্ড ব্যবহার করতেই পারেন!’
উপস্থিত প্রায় সকলেই ভিখারির এমন কাণ্ড দেখে হতবাক! সাধারণ পথচারীরা বলেন, আধুনিকতার ছোঁয়া এবার তাহলে ভিখারিদের মধ্যেও লেগেছে!
১৫ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস