শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৬:৩২:৫৬

মৃত্যু পথযাত্রী ক্যাঙ্গারুর বিরল ভালোবাসায় মানুষের চোখও ভিজে যায়

মৃত্যু পথযাত্রী ক্যাঙ্গারুর বিরল ভালোবাসায় মানুষের চোখও ভিজে যায়

এক্সক্লুসিভ ডেস্ক : মা ক্যাঙ্গারুটি মৃত্যুর পথযাত্রী। হয়তো কিছুক্ষণ পরই তার প্রাণপ্রদীপ নিভে যাবে। এই সময়ের এক বিরল দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন ফটোগ্রাফার ইভান সুইটজার।

এতে দেখা যায়, শেষ নিঃশ্বাস ত্যাগের আগে মা ক্যাঙ্গারুটি তার কলিজার ধন বাচ্চাটিকে জড়িয়ে ধরে আদর করছে।আর প্রিয়তম সঙ্গিনীকে বাহুডোরে ধরে রেখেছে পুরুষ ক্যাঙ্গারুটি।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রিভার হেডসের বুশল্যান্ডে সোমবার ঘটেছে মর্মস্পর্শী এ ঘটনা।

সোমবার সকালে হাঁটতে বেড়িয়ে ইভানের চোখে পড়ে মমতার বাঁধনে জড়ানো একটি ক্যাঙ্গারু পরিবারের এ বিরল ভালোবাসা।

তৎক্ষনাৎ তিনি ছুট যান বাসায়, নিয়ে আসেন ক্যামেরা।

ইভান দেখতে পান একটি আম গাছের ছায়ার নীচে মারা যাচ্ছিল নারী ক্যাঙ্গারুটি। এ সময় তাকে বাহুতে ধরে রাখছিল পুরুষ ক্যাঙ্গারুটি। নারী ক্যাঙ্গারুটি তার বাচ্চাটিকে পরম আদরে বাহুতে আটকে রাখে।

ইভান ডেইলি মেইলকে বলেন, ‘আমি দেখলাম পুরুষটি মহিলাটিকে তুলে নিল। মনে হলো পুরুষটি যেন তাকে তোলার চেষ্টা করছে  বোঝার চেষ্টা করছে তার প্রিয়তম সঙ্গিনীর কি হয়েছে।

আর নারী ক্যাঙ্গারুটি তার বাচ্চাটিকে শেষ আদর করে যাচ্ছিল।

‘পুরুষটি তাকে তোলার চেষ্টা করছিল কিন্তু সে আর উঠতে পারছিল না। সে মাটিয়ে লুটিয়ে পড়ল। কিন্তু পুরুষটি নাছোড়বান্দা।  পুরুষটি তাকে ছেড়ে যায়নি। সে তার পাশে দাঁড়িয়ে রইল… এটা বিশেষভাবে লক্ষণীয় যে পুরুষটি তার সঙ্গিনীকে হারিয়ে শোকাহত।’

এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ল নারী ক্যাঙ্গারুটি।

বাচ্চাটি যেন কী ঘটতে যাচ্ছে বুঝে উঠতে পারছিল না। সে পুরো সময়টা তার মায়ের পাশে দাঁড়িয়ে নির্বাক তাকিয়ে রইল।

নারী ক্যাঙ্গারুটি মারা যাওয়ার পর পুরুষটি তার মরদেহ পাহারা দিতে লাগল।

কোনো ক্যাঙ্গারু তার মরদেহের পাশে এলে সে তাদেরকে ধাওয়া করতে শুরু করে।

ইভান বলেন, গত দশ বছর ধরে তিনি প্রতিদিন এই জায়গায় দুবার হেঁটে বেড়ান। কিন্তু এমন দৃশ্য তিনি কখনো দেখেননি।

ইভান বলেন, ‘আমি রাস্তার পাশে বহু ক্যাঙ্গারু মরে পড়ে থাকতে দেখেছি। কিন্তু এর আগে এমনটা দেখিনি কোনোদিন।’

ইভান বলেন, কী কারণে ক্যাঙ্গারুটি মারা গেল তা স্পষ্ট নয়। তার দৃশ্যমান কোনো আঘাত ছিল না।
সূত্র: দা টেলিগ্রাফ
১৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে