এক্সক্লুসিভ ডেস্ক : আত্মহত্যা করে মানুষ। নানা কারণে নিজের ইচ্ছায় আত্মহত্যা করে। তবে দল বেধে নির্দিষ্ট জায়গায় পাখি আত্মহত্যা করতে আসে এমন কথা জানা না গেলেও ঘটনা সত্যি।
ভারতের আসামে নাকি এমন একটি জায়গা রয়েছে যেখানে সারা দেশের নানান জাতির পাখির দল আত্মহত্যা করতে আসে! জায়গাটির নাম যাতিঙ্গা।
বিষয়টি রীতিমতো চমকে যাওয়ার মতো। এ জায়গাটিতে আত্মহত্যা করতে আসে ঝাঁকে ঝাঁকে পাখি। তবে নিয়ম মেনে প্রতিবছরই এ কাজ করে পাখির দল। দীর্ঘদিন ধরেই নাকি কাজটি করে যাচ্ছে পাখির দল।
সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের সন্ধ্যার দিকে দূর-দূরান্তের পাখির দল চলে আসে সেখানে। প্রায় নির্দিষ্ট দেড় কিলোমিটার জায়গাজুড়ে উপর থেকে টপাটপ করে মরে পড়তে থাকে। গ্রামবাসীদের ধারণা, ঈশ্বরের কাছে নিজেদের উত্সর্গ করতেই পাখির দল মরতে আসে যাতিঙ্গায়!
অবশ্য এর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞানীরা এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন- কেন এমন অদ্ভূত ঘটনা ঘটছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কিছুই জানা যায়নি।
১৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম