শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৭:৪৭:২৬

‘সফল হতে চাইলে ছুড়ে ফেলুন মোবাইল’

‘সফল হতে চাইলে ছুড়ে ফেলুন মোবাইল’

এক্সক্লুসিভ ডেস্ক : জীবনে যদি চ্যাম্পিয়ন হতে চান? মোবাইল ফোন থেকে দূরে থাকুন। এই পরামর্শ দিলেন ভারতের 'মহারাষ্ট্র কেশরী' বিজয় চৌধুরির। পরপর দু-বার মহারাষ্ট্র কুস্তি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন তিনি। মোবাইল ফোন ব্যবহার না করাই তার সাফল্যের মূল মন্ত্র বলে জানাচ্ছেন বিজয়। নাগপুরে আয়োজিত হয় মহারাষ্ট্র কুস্তি প্রতিযোগিতা। ৫৯তম এই প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বার সেরার শিরোপা ছিনিয়ে নিলেন বিজয় চৌধুরি।

বর্তমানে গোটা ভরতের মহারাষ্ট্রে কুস্তিতে তাকে হারানোর মতো কেউ নেই। কিন্তু তার এই সাফল্যের রহস্য কি? বিজয়ের ছোট্ট জবাব মোবাইল ফোন। স্মার্ট ফোন তো দূরের কথা, সাধারণ কোনও ফোনও ব্যবহার করেন না তিনি। বিশেষ প্রয়োজনে বন্ধুবান্ধব কারোর কাছ থেকে চেয়ে ফোন করে নেন। কিন্তু এর কারণ কি? বিজয় জানিয়েছেন যে ফোনের পেছনে বহু সময় নষ্ট করতে তিনি অনেককে দেখেছেন। সেই সময়টা তিনি কুস্তি অনুশীলনে ব্যয় করেন। মোবাইল ফোন যেকােন কাজের প্রতি মনঃসংযোগ নষ্ট করে দেয়। তাই মোবাইল থেকে দূরে থেকে একমনে প্র্যাকটিস করে যান তিনি।

আজকের এই স্মার্টফোনের যুগে মোবাইল যেখানে স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতেও উঠে গিয়েছে, সেখানে মহারাষ্ট্র কেশরী বিজয়ের বক্তব্য চমকপ্রদ চাড়া আর কি হতে পারে? মোবাইল থেকে দূরে থেকে তিনি জীবনে আরও উন্নতি করুন, এটাই সবার প্রার্থনা।
১৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে