সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২৭:৫০

এক বক্তৃতায় দুই কোটি টাকা!

এক বক্তৃতায় দুই কোটি টাকা!

এক্সক্লুসিভ ডেস্ক : অবাক করার বিষয়, এক বক্তৃতায় আয় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় দুই কোটি টাকা (১ ডলার = প্রায় ৮০ টাকা হিসাবে)।  

২০১৬ সালের রিপাবলিকান দলীয় মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড জে ট্রাম্প ও তার স্ত্রী বিভিন্নভাবে আয় করে থাকেন।  রিয়েল স্টেট মোগল খ্যাত ডোনাল্ড এক বক্তৃতায় আয় করেন ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।  এমন কথা জানিয়েছেন ফেডারেল ইলেকশন কমিশন।

বুধবার ৯২ পৃষ্ঠার আর্থিক বিবরণী প্রকাশ করা হয়।  সেখানে বিষয়টি উঠে এসেছে।  এ খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস।

ডোনাল্ড জে ট্রাম্প নিউইয়র্ক থেকে দুবাই, দুবাই থেকে ব্রাজিল পর্যন্ত ৫১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে জড়িত।  বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তার পাওনা ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার।  ডোনাল্ড জে ট্রাম্প এক্টোরস গিল্ড থেকে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার পান।  তিনি ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তির মালিক।

ডোনাল্ডের স্ত্রী মেলিনিয়া স্কিন কেয়ারও এক্সেসরিজ কোম্পানি থেকে ১ লাখ ৫ হাজার মার্কিন ডলার আয় করে থাকেন।  ট্রাম্প ব্রান্ডের মাধ্যমে পানামা, ইস্তানবুল ও ওয়াশিংটনের বিলাসবহুল হোটেল ও বাসস্থানের টাওয়ার থেকে ৯.৫ মিলিয়ন মার্কিন ডলার রয়্যালিটি আয় করেন।

ফিলিস্তিন ও ইসরায়েলের ভূ-খণ্ডে ডোনাল্ড ভদকা ও এনার্জি ড্রিংক বিক্রি করে আয় করে থাকেন।  পাশাপাশি ফোম, ম্যাট্রেস ও কফি বিক্রি থেকে তার আয় হয়।

নারীদের কিছু পণ্য বিক্রি করে তিনি বছরে ১ মিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকেন।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে