এক্সক্লুসিভ ডেস্ক : মহাকাশে আরেক পৃথিবী আবিষ্কারের ঘোষণা দিল নাসা। আকার ও চারিত্রিক দিক থেকে অনেকটা পৃথিবীর মতোই নতুন গ্রহটি। এর নাম দেয়া হয়েছে কেপলার ৪৫২বি।
গতকাল নাসার মহাকাশ বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, মহাকাশে ঘুরে বেড়াচ্ছে আরেকটা পৃথিবী। সত্যিই কি সন্ধান মিলেছে পৃথিবীর? এ বিষয়ে সব জল্পনা কাটিয়ে স্পষ্টভাবে ঘোষণা দেয়ার কথা জানিয়েছিল নাসার মহাকাশ বিশেষজ্ঞরা। আজ সেই ঘোষণাটি দিলেন তারা।
তাজ্জব করা তথ্য হলো, গ্রহটির পৃষ্ঠের যা তাপমাত্রা, তাতে নাকি সেই গ্রহে জলের সন্ধান মেলাটাও আশ্চর্যের কিছু নয়। তবে এ ব্যাপারে স্পষ্টভাবে কিছু বলা হয়নি নাসার তরফে।
পৃথিবী থেকে ১,৪০০ আলোকবর্ষ দূরে মহাকাশের গভীরে রয়েছে আরেকটা পৃথিবী। ভিনগ্রহে প্রাণের সন্ধান চালাতে গিয়ে এই গ্রহ ধরা পড়েছে নাসার কেপলার স্পেস টেলিস্কোপে। নতুন এই গ্রহকে পৃথিবী সদৃশ বলার বেশ কয়েকটা কারণ রয়েছে।
পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট অক্ষপথে প্রদক্ষিণ করে চলেছে, নতুন এই গ্রহটিও নির্দিষ্ট একটি অক্ষ বরাবর একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫দিন, আর এই গ্রহটির নক্ষটিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে ৩৮৫ দিন।
কেপলার ৪৫২বি গ্রহটির প্রকৃতি সম্পর্কে বিশদে এখনো কিছু জানা না গেলেও মনে করা হচ্ছে, পৃথিবীর মতোই পাথুড়ে। তবে পৃথিবীতে যে পরিমাণ পাথর রয়েছে, তার থেকে পাঁচগুণ রয়েছে কেপলার ৪৫২বি-তে। গ্রহটি আকারেও পৃথিবীর থেকে ৬০% বড় বলে জানিয়েছে নাসা।
ওয়াশিংটনে নাসার অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ঘোষণা করেছেন, 'কেপলার একটি গ্রহ ও একটি নক্ষত্র আবিষ্কার করেছে, যার সঙ্গে আমাদের পৃথিবী ও সূর্যের প্রচুর মিল রয়েছে। এই দুর্দান্ত আবিষ্কারের ফলে আমরা দ্বিতীয় পৃথিবী সন্ধানের পথে আরো একধাপ এগোলাম।'
উল্লেখ্য, কেপলার টেলিস্কোপ লঞ্চ হওয়ার পর থেকে ১০০০-এরও বেশি গ্রহ আবিষ্কার করেছে। খুঁজে বের করেছে ৩০০০-এর বেশি এমন গ্রহ, যাদের অস্তিত্ব সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা যায়নি।
কিছুদিন আগে বামন গ্রহ প্লুটোয় বরফের পাহাড়ের ছবি প্রকাশ করে সারা পৃথিবীকে চমকে দিয়েছে নাসা। এবার কি তারা বদলে দিতে চলেছে বিশ্বের সংজ্ঞা? সূত্র : ইন্ডিয়ান টাইমস
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/