জামালপুর প্রতিনিধি : শিয়াল আতঙ্কে জামালপুরের ৮ গ্রামের মানুষ। শিয়ালের কামড়ে এ পর্যন্ত ৮ থেকে ১০ আহত হয়েছেন। একজনের নাক কামড়ে নিয়েছে শিয়াল।
শিয়াল আতঙ্কে রয়েছে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের কিসমত শরিফপুর, মৌজা শরিফপুর, মির্জাপুর, বগালী, রাঙ্গামাটিয়া, জয়রামপুর, হরিপুর ও মাছিমপুর গ্রামের মানুষ।
শিয়ালের ভয়ে চরাঞ্চলে আবাদ করা ফসলের ঠিকমত খোঁজ-খবর রাখতে পারছেন এসব গ্রামের কৃষকরা। এরই মধ্যে শিয়ালের কামড়ে আহতদের জামালপুর সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এদিকে মির্জাপুর গ্রামের সবুর নামে এক কৃষি শ্রমিকের পুরো নাক শিয়াল কামড়ে নেয়ায় এতে ভয়ের মাত্রা আরো বেড়েছে। তাকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিয়াল আতঙ্কে এলাকাবাসী জামালপুর সদর থানা পুলিশকে অবহিত করলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
১৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম