এক্সক্লুসিভ ডেস্ক : সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টিভ্রমের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যা নিয়ে চলছে চর্চা। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে সাদা এবং কালো সরু সরু দাগ কাটা। এবং সেই সাদা এবং কালো সরু সরু দাগের পেছনে লুকিয়ে আছে একটি প্রাণী।
মিশেল ডিকিনসন নামে এক টুইটার ব্যবহারকারী দৃষ্টিভ্রমের এই ছবিটি শেয়ার করেছেন। এরপর ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি চোখের পরীক্ষা নেয়ার পক্ষে যথেষ্টই বলা যেতে পারে। ছবিটিতে সাদা-কালো দাগের পেছনে যে প্রাণীটি লুকিয়ে আছে আপনি কি সেটা দেখতে পাচ্ছেন?
তবে যারা অনেকবার চেষ্টা করেও ছবির প্রাণীটিতে দেখতে পান না তাদের জন্যও একটা সমাধান দিয়েছেন ওই টুইটার ব্যবহারকারী। ছবিটিতে লুকিয়ে থাকা প্রাণীটিকে খুঁজে বের করতে হলে নিজের মাথা একটু ডান দিক, বাঁ দিক হেলাতে হবে। তাহলেও নজরে আসবে প্রাণীটি।
তো পাঠক, মাথা হেলানোর পর কোনো প্রাণীর ছবি দেখতে পান? ডিকিনসন আরও জানান, মাথা ডান দিক, বাঁ দিক হেলানোর পর প্রথমে দুটি চোখ নজরে আসবে। এরপর কান ও ধীরে ধীরে মুখ নজরে আসবে। ওই সাদা ও কালো দাগের পেছনে লুকিয়ে থাকা প্রাণীটি হচ্ছে বিড়াল।