এক্সক্লুসিভ ডেস্ক : দিনকে দিন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এদিকে ফোনের ছোট স্ক্রিনের পরিবর্তে ডেস্কটপ বা ল্যাপটপের বড় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায় ওয়েব ভার্সনের সাহায্যে। ফলে হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সন গ্রাহকদের বেশ পছন্দের। সম্প্রতি হোয়াটসঅ্যাপ ওয়েবের নতুন একটি ভার্সন এসেছে গুগল ক্রমে। এর নাম ‘WA Web Plus for WhatsApp’।
নতুন এই ভার্সন ব্যবহারকীদের জন্য দারুণ এক চমক নিয়ে এসেছে। এর সাহায্যে ব্যবহারকারী ডিলিট করা মেসেজ ফিরে পেতে পারেন। এছাড়াও নিজের অনলাইন স্ট্যাটাস, রিড রিসিপ্ট লুকিয়ে রাখতে পারেন। পাশাপাশি কন্টাক্ট নেম, প্রোফাইল পিকচার, নিউ মেসেজ— এইসব ব্লার করে রাখতে পারেন।