শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ০২:৫০:৩২

চিনে নিন চলতি বছরের বিশ্বজয়ী সেরা তিন সুন্দরীকে

চিনে নিন চলতি বছরের বিশ্বজয়ী সেরা তিন সুন্দরীকে

এক্সক্লুসিভ ডেস্ক: মিস ইউনিভার্সে সেরার মুকুট কেড়ে নিয়েছিল ভারতীয়কন্যা হরনাজ সান্ধু। তবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ফাইনালেও পৌঁছতে পারলেন না ভারতের মনসা বারাণসী। মিস ওয়ার্ল্ডে প্রথম হলেন পোল্যান্ডের ক্যারোলিনা বিলাস্কা। পোল্যান্ড সুন্দরী ক্যারোলিনা ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন। তবে তার ইচ্ছে আছে পিএইচডি করারও। সঙ্গে মডেল হিসেবেও কাজ করেন। 

তবে শুধু এসবেই আটকে নেই, তিনি মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার ইচ্ছা রয়েছে তার। ক্যারোলিনা ভালোবাসেন সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে। মিস ওয়ার্ল্ডে দ্বিতীয় স্থান কেড়ে নিলেন ভারতীয় বংশোদ্ভূত মিস আমেরিকা। ভারতীয়কন্যা মনসা এই সুন্দরী প্রতিযোগিতায় কিছু না করতে পারলেও, মিস ওয়ার্ল্ডে দ্বিতীয় স্থান ছিনিয়ে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মিস আমেরিকা শ্রী সাইনি। 

ছোটবেলা থেকেই মিস ওয়ার্ল্ড হওয়ার স্বপ্ন দেখেছিলেন সাইনি। ৫ বছর বয়সে লুধিয়ানা ছেড়ে মা-বাবার সঙ্গে আমেরিকায় পাড়ি দেন তিনি। তবে ভারতীয় সংস্কৃতির সঙ্গে তার যোগাযোগ কখনও নষ্ট হয়নি তার। বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুতের খুব বড় ফ্যান তিনি। সুশান্তের মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েছিলেন সাইনি। 

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেলেন পশ্চিম আফ্রিকার ওলিভিয়া। এই কৃষাঙ্গ সুন্দরী মার্কেটিং ও ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার ডিগ্রি পড়তে চান। ওলিভিয়া ভালবাসেন গান ও নাচ। হলিউডের বিখ্যাত ছবি 'মামা মিয়া' তার খুব প্রিয়। সুযোগ পেলে অভিনয়ও করতে চান ওলিভিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে