এক্সক্লুসিভ ডেস্ক: ধবধবে সাদা হিমবাহের বুক চিরে নেমে আসছে লাল টকটকে স্রোত। বহুদিন ধরেই তুষারদেশ আন্টার্কটিকার এই রক্তাক্ত ঝরনা ছিল একটা রহস্য। কী ভাবে অত সব জমাট বরফের মধ্যে থেকে নেমে আসে রক্তের মত লাল ঝরনা! দেখলে মনে হবে, সত্যিই বোধহয় হিমবাহের বুকে তৈরি হয়েছে কোনও গভীর ক্ষত। আর সেখান থেকেই হিমবাহের গা বেয়ে নেমে আসছে রক্তের ধারা।
আন্টার্কটিকার টেলর হিমবাহের উপরেই রয়েছে এমন রক্ত-ঝরনাটি। ১৯১১ সাল নাগাদ সেই ব্লাড ফলসটি প্রথম খেয়াল করেন গ্রিফিথ টেলর নামে এক অস্ট্রেলীয় ভূতাত্বিক। তার নাম অনুসারেই হিমবাহের নাম রাখা হয় টেলর হিমবাহ। প্রাথমিক ভাবে মনে করা হত, কোনও অ্যালগি বা ছত্রাকের উপস্থিতির জন্যই ওই জলের রং এমন লাল। সকলেই জানেন, চরম আবহাওয়ার জন্য আন্টার্কটিকায় প্রাণের সন্ধান পাওয়া বেশ কষ্টকর।
আশ্চর্যের কথা, তা সত্ত্বেও আন্টার্কটিকায় বসবাস প্রায় ১১৫০ প্রজাতির ছত্রাকের। যার মধ্যে বেশ কিছু প্রজাতি নাকি বেশ বিরলও। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়াতেও দিব্যি খাপ খাইয়ে নিতে পারে অ্যালগি বা ছত্রাকেরা। প্রাথমিক ভাবে মনে করা হত, তেমন কোনও অ্যালগির কারণেই আসলে পাল্টে যাচ্ছে জলের রং। তবে সেটাই একমাত্র কারণ কিনা তা সেসময় খতিয়ে দেখা হয়নি। ফলে এতদিন সত্যিই প্রাকৃতিক বিস্ময় হয়েই বরফের পাহাড়ের উপর দিয়ে বয়ে যেত ওই লাল পানির ঝরনা।
তবে ইউনিভার্সিটি অব আলাস্কা একদল গবেষক এত সহজে সেই সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি। তাঁরা ওই ঝরনার উৎসের খোঁজে বেরিয়ে পড়েছিলেন। কেন এ ঝরনার রং এমন লাল! তা নিয়ে শুরু হল গবেষণা। আর তার ফলে যা সামনে এল, তা বেশ অবাক করার মতোই। গবেষণার পরে বিজ্ঞানীদের ওই দলটি জানালেন, ওই তীব্র লাল রঙের কারণ মোটেও কোনও ছত্রাক বা অ্যালগি নয়। বরং বেশি রকমের ঘনত্বযুক্ত লবণজল ও অক্সিডাইজড আয়রনের ফলেই রক্তের মতো লাল রং ধারণ করে ওই ঝরনার পানি।
আর বেশি মাত্রায় লবনের উপস্থিতির জন্যই ওই ঝরনার জল চরম ঠান্ডাতেও বরফে পরিণত হয় না। এমনকি তাপমাত্রা শূন্য ডিগ্রির নীচে নেমে গেলেও তরল অবস্থাতেই থেকে যায় ওই জল। আর সর্বদা হিমবাহের গা বেয়ে নেমে আসতে থাকে ওই রক্তের ঝরনা। ওই লবন জল যে একদিনেই পানিকে অমন রক্তবর্ণ করে তুলেছে, তা কিন্তু নয়। প্রায় ১৫ লক্ষ বছর ধরে লবনপানির সঙ্গে আয়রনের বিক্রিয়ার ফসল আন্টার্কটিকার ওই রক্তাক্ত ঝরনা। তবে কারণ যাই হোক না কেন, অমন বরফ ঢাকা হিমবাহের মাঝখানে টকটকে লাল জলের ধারা সত্যিই আশ্চর্য। ধবধবে বরফের চাদরে ঢাকা হিমবাহের বুক চিরে নেমে আসে রক্তের ধারার মতো পানি অবাক করেছে সবাইকে। সূত্র: ফোর্বস