সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫১:৪৩

বাজারে আসছে আড়াই হাজার টাকার ডেস্কটপ কম্পিউটার

এক্সক্লুসিভ ডেস্ক: যারা এখনও কম্পিউটার কিনেননি তাদের জন্য সুখবর। এখন থেকে মাত্র আড়াই হাজার টাকাতেই পাওয়া যাবে ডেস্কটপ কম্পিউটার। রিমিক্স নামের একটি প্রতিষ্ঠান অ্যানড্রয়েড ভিত্তিক মিনি ডেস্টটপ পিসি তৈরি করেছে।

বেইজিংয়ের জিদে টেক প্রতিষ্ঠানের সহায়তায় তৈরি এই কম্পিউটারে থাকছে নতুন অপারেটিং সিস্টেম রিমিক্স ওএস। এটা অনেকটা অ্যানড্রয়েডের মতই। রিমিক্স ওএসে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের খানিকটা পরিবর্তন এবং পরিবর্ধন আনা হয়েছে। পিসিটিতে   এইচডিএমআই পোর্টের মাধ্যমে ডিসপ্লেতে সংযুক্ত করলে পুরো কম্পিউটারের সুবিধা নেয়া যাবে।

রিমিক্স পিসিতে টেক্সটপ ফিচার রয়েছে। উইন্ডোজের মত টাস্কবার, মাল্টি উইন্ডো এবং মাল্টি টাস্কিংয়ের সুবিধা রয়েছে এটাতে। ডেস্টটপ পিসির মতই এতে কিবোর্ড এবং মাউস সংযুক্ত করা যাবে। অন্যদিকে অ্যানড্রয়েড ভিত্তিক সব অ্যাপসই এতে চালানো যাবে।

এতে আছে ৬৪ বিটের ১.২ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর, বিল্টইন মেমোরি স্টোরেজ। ইউএসবি পোর্টের মাধ্যমে এতে এক্সর্টানাল হার্ডডিস্ক ব্যবহার করা যাবে। পিসিটিতে এইচডিএমআই পোর্ট, মাইক্রো ইউএসবি স্লট রয়েছে। এছাড়া এতে ওয়াইফাই এবং ইথারনেট সংযোগ আছে। এটিতে গান শোনার জন্য আছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক।

রিমিক্সের এই কম্পিউটার ১ জিবি, ২জিবি, ৮জিবি এবং ১৬ জিবি ভার্সনে পাওয়া যাচ্ছে। ভারতের বাজারে ১ জিবি ভার্সনের রিমিক্স পিসিটির দাম ২০০০ হাজার রুপি। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ২৫০০ টাকা।খুব শীঘ্রই এটি বাংলাদেশেও পাওয়া যাবে বলে জানা গেছে।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে