শনিবার, ০২ এপ্রিল, ২০২২, ০৩:৫৪:৫১

সামান্য স্কুলশিক্ষিকা থেকে মুকেশ আম্বানির স্ত্রী, নীতা আম্বানির ভাগ্য বদলের গল্প!

সামান্য স্কুলশিক্ষিকা থেকে মুকেশ আম্বানির স্ত্রী, নীতা আম্বানির ভাগ্য বদলের গল্প!

এক্সক্লুসিভ ডেস্ক: ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির পত্নী নিতা আম্বানিকে এই মুহূর্তে নতুন করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। ভারতের সবথেকে ধনী ব্যবসায়ীর পত্নী হওয়ার পাশাপাশি তিনি আইপিএলে সবথেকে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিনও বটে। এছাড়াও আরো কিছু কোম্পানির সঙ্গে তিনি প্রধান হিসাবে জড়িত রয়েছেন। 

এই মুহূর্তে নিতা আম্বানি ভারতের সবথেকে বড় মহিলা ব্যবসায়ীদের মধ্যে একজন হয়ে উঠেছেন। তবে আজকে তার ব্যাপারে কথা নয়, বরং কথা হবে নীতা আম্বানির ব্যাপারে। নীতা আম্বানির বিলাসবহুল জীবনযাপনও একধাপ উপরে চলেন। তিনি দামি দামি শাড়ি পড়েন, দামি চা খেতে পছন্দ করেন, ঘোরার জন্য তার কাছে চার্টার্ড ফ্লাইট আছে, তার কাছে দামি দামি গাড়ি রয়েছে, দামি পারফিউম দামি ঘড়ি সব কিছুই তিনি ব্যবহার করেন। 

তার এক একটি শাড়ির দাম বলতে গেলে তার বাড়ির সকলেই এরকম দামি জীবন যাপন করতে পছন্দ করে থাকেন। মুকেশ আম্বানি যদিও এই রকম জীবনযাপন খুব একটা বেশি করতে চান না। তবে নিতা আম্বানি এরকম জীবনযাপন করতে অত্যন্ত স্বচ্ছন্দ। তবে, এই প্রতিবেদনে আমরা কথা বলবো তার পূর্ব জীবন নিয়ে। নিতা আম্বানি কিন্তু মুকেশ আম্বানির সঙ্গে বিবাহ করার পরে একেবারেই ভোল পাল্টে ফেলেছেন। 

একটা সময় ছিল যখন তিনি অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন এবং তিনি নিজেও একজন সাধারণ মহিলা ছিলেন। এইসময় মুকেশ আম্বানিকে ভারতের সবথেকে ধনী মানুষ মনে করা হয় কিন্তু একটা সময় পর্যন্ত মুকেশ আম্বানি এবং নিতা আম্বানি দুজনেই  সাধারণ মানুষ ছিলেন। সে সময় এমন ছিল যখন মুকেশ আম্বানি খুব একটা বড় ব্যবসায়ী হিসাবে গণ্য হতেন না। সেই সময় যদিও নীতা আম্বানির সঙ্গে তিনি বিবাহ করেন।

তাই নিতা আম্বানি প্রথম থেকেই মুকেশ আম্বানি পরিবারের সঙ্গে রয়েছেন। মুকেশ আম্বানির সঙ্গে বিবাহ হবার আগেই নিতা আম্বানি একটি স্কুলে পড়াতেন এবং তার পরিবার ছিল অত্যন্ত সাধারণ। এই অবস্থায় তিনি বিবাহ করেন মুকেশ আম্বানিকে। তারপরেই তার ভাগ্য রীতিমত পাল্টে যায়। এখন তিনি আম্বানি পরিবারের পুত্রবধূ। মুম্বাই ইন্ডিয়ান্স ক্লাবের মালিক তিনি এখন। এখন তার জীবনের সবকিছুই যেন পাল্টে গেছে। সূত্র : ভারত বার্তা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে