এক্সক্লুসিভ ডেস্ক : সুন্দরের পূজারী সবাই। নিজের সৌর্ন্দয্য আরো মোহময়ী করার জন্য নানা ধরনের কসমেটিক ব্যবহার করে থাকেন নারীরা। ত্বক ও মুখের যত্ন সৌন্দর্যকে সম্পূর্ণ করে না৷
আপনার ঠোঁটেরও যত্নেরও প্রোয়োজন৷ বেরোনর সময় ঠোঁটে একটু লিপস্টিক ঘষে নিলেই সুন্দর থাকে না ছোট৷ এ জন্য প্রয়োজন নিয়মিত পরিচর্যা৷ নিজেকে আকর্ষণীয় করার যে পাঁচ গোপন চাবিকাঠি রয়েছে জেনে নিতে পারেন সেগুলো-
১. পানি
প্রথমত পানি খান বেশি করে৷ পানি আপনার ত্বক ও ঠোঁট আর্দ্র রাখবে৷ ঠোঁট ফাটার প্রবণতাও কমবে৷
২. ঘরোয়া টিপস
তেল গরম করে অল্প পরিমাণের চিনি দিয়ে দিন৷ চিনি বাদামী হয়ে গেলে তাতে নারিকেল তেল মিশিয়ে হাল্কা করে ঠোঁটের চামড়ার উপরে লাগিয়ে নিন৷ এতে আপনার ঠোঁটে রক্ত চলাচল বেড়ে যাবে৷ ফলে ঠোঁট আরো রক্তিম দেখাবে৷
৩. লিপ বাম
স্নান করতে বা মুখ ধুতে যাওয়ার আগে ঠোঁটে ভালো করে লিপ বাম লাগিয়ে নিন৷ এরপর উষ্ণ গরম পানিতে স্নান করুন৷ এতে আপনার ঠোঁট মসৃণ হবে৷
৪. পেপারমিন্ট তেল
আপনার ঠোঁটকে লিপস্টিক না লাগিয়েই তাড়াতাড়ি লাল করতে চান? তাহলে ঠোঁটে অল্প পেপারমিন্ট তেল লাগিয়ে নিন৷ এতে আপনার ঠোঁটে অল্প জ্বালা বা অস্বস্তি হলেও লাল হবে খাসা৷
৫. লিপ প্লাম্পার
প্রতিদিন একবার করে ভালো লিপ প্লাম্পার ব্যবহার করুন৷ ঠোঁটে এটি ব্যবহার করার সময় অবশ্যই মুখ যতোটা সম্ভব বড়ো করে খুলে রাখবেন৷ তাতে আপনার ঠোঁটের সম্পূর্ণ অংশে লিপ প্লাম্পার পৌঁছবে এবং ঠোঁটকে লাস্যময়ী করে তুলবে৷
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/