এক্সক্লুসিভ ডেস্ক : দাম্পত্য জীবনে রাগ ও অভিমান থাকা স্বাভাবিক। অনেক ক্ষেত্রে এই রাগ ও অভিমান একে অন্যের প্রতি ভালোবাসা আরও গভীর করে দাম্পত্য সুখি করে। তবে যদি স্ত্রীর রাগ নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় তাহলে অশান্তির কারণও হয়ে যেতে পারে সংসারে। স্ত্রী যখন রাগ দেখাবে তখন তাকে শান্ত করার কিছু উপায়।
দুর্বলতা ও সফট কর্ণার : প্রত্যেক মানুষের কোন না কোন দুর্বলতা বা সফট কর্ণার থাকে, যেমন আপনার স্ত্রীরও আছে। সে বিষয়টি খেয়াল রাখুন। আপনি যদি এমন কোন বড় ভুল করে ফেলেন যা আপনার স্ত্রীর রাগের কারণ তাহলে তার কাছে ক্ষমা চান বা খোলাখুলিভাবে বলুন। আপনি যে ভুল করেছেন তা যেনো আপনার চেহারা দেখে বোঝা যায়।
যুক্তিতে মোটেও না: আপনার স্ত্রী যদি আপনার ওপর রাগ করে তাহলে সে স্বাভাবিকভাবে আপনার পক্ষ নেবে না। নিজেকে বাঁচানোর পরিবর্তে আপনার স্ত্রীর দিকে লক্ষ্য করুন। নিজে ভুল করে থাকলে কখনো যুক্ত দেখাবেন না। স্ত্রী যখন রাগ দেখাবে তখন তাকে শান্ত হতে বলবেন না। এতে করে হিতে বিপরীত হতে পারে।
প্রয়োজনে আত্মসমর্পণ: চুপ থাকা বা তর্ক করার পরিবর্তে আত্মসমর্পণ করা সবচেয়ে ভালো। আপনার স্ত্রী চিৎকার করলে সাময়িক সময়ের জন্য তাকে সম্মতি দিন। মাঝে মাঝে আপনার মাথা ঝাঁকান এবং প্রয়োজনে দীর্ঘশ্বাস ছেড়ে দিন যার মাধ্যমে বোঝায় যে আপনি তার দৃষ্টিভঙ্গির কাছে আত্মসমর্পণ করেছেন।
সবচেয়ে বলতে চাই, পুরুষের ধর্য্যশক্তি নারীদের চেয়ে বেশি। সেই শক্তির প্রয়োগ করুন। নারীরা প্রায়ই রাগ করেন। আপনার স্ত্রী যদি রাগের মুহূর্তে আপনাকে আঘাত করেও বসে কোন কথা বলে চুপ থাকুন। এজন্য এ বিষয়টি নিয়ে মাথা ঘামাবেন না। পরে রাগ কমলে তাকে বিষয়টি বুঝিয়ে বলুন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া