সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:২৮:৩৬

আফ্রিকান পিচ্চি হাতির পাগলু ড্যান্স

আফ্রিকান পিচ্চি হাতির পাগলু ড্যান্স

এক্সক্লুসিভ ডেস্ক : সার্কাসে হাতির নানা রকম তেলেসমাতি দেখা যায়। কিন্তু অপ্রশিক্ষিত সাধারণ হাতিও যে পারে তা বুঝিয়ে দিল পুঁচকে হাতি। এবার  রাস্তার ওপর ব্রেকডান্স!

ঘটনাটি ঘটেছে  দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে। সেখানকার ফোটোগ্রাফার গ্র্যামে মিচলে তা ক্যামেরাবনন্দি করে অভিভূত।
 
নেই কোনও ডান্স ট্রেনারও। কিন্তু, ক্যামেরার সামনে যে ব্রেকডান্স দিয়েছে ওই বাচ্চা হাতিটি।

গ্র্যামে মিচলে বলেন, যে কোনও ব্রেকডান্সারও ওর নাচের স্টেপ দেখলে লজ্জা পেয়ে যাবে।

আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়েছিলেন বছরর একচল্লিশের গ্র্যামে। সেখানেই সাক্ষাত্‍‌ সেই হস্তীশাবকের সঙ্গে। পার্কের মূল রাস্তা ধরে সাবি রেস্ট ক্যাম্পের দিকে ফিরছিল সেই হস্তীশাবক। সেই রাস্তাতেই গ্র্যামের সঙ্গে তার দেখা।

গ্র্যামেরল কথায়, আমাকে দেখে সম্ভবত ও খুশি হয়নি। তাই নানারকম অঙ্গভঙ্গি করে ভয় দেখানোর চেষ্টা করছিল। ওই রাস্তায় আরও অনেক পর্যটকও ছিল। সেই ভিড় সরিয়ে পালানোর পথ ছিল না। ওই ফোটোগ্রাফারের কথায়, যদি হস্তীশাবক না হয়ে, ওটা বড় কোনও হাতি হত, তা হলে আমি পালাতাম।

টিনএজ ওই হাতিটা অদ্ভুত ভাবে মাথা নাড়ছিল। থেকে থেকে কান নাচাচ্ছিল। এমন ভাবে বসার ভাণ করছিল, জানি না ঠিক কী করতে চাইছিল, কিন্তু সেটা আমার কাছে বিনোদন বলেই মনে হয়েছে। যে ভাবে কেউ ব্রেকডান্স দেয়, হবহু তাই। সেই মুহূর্তগুলো ধরে রেখেছেন এক ফোটোগ্রাফার।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে