এক্সক্লুসিভ ডেস্ক : বিয়ের মধ্য দিয়ে পরিবারের সূচনা হয়৷ এমন দম্পতি কিন্তু খুবই কম আছেন যারা ভালোবাসা দীর্ঘস্থায়ী করতে চান না। কিন্তু বিয়ের দুই-তিন বছর পর সেই ভালোবাসা যেন কোথায় হাঁরিয়ে যেতে থাকে। দাম্পত্য জীবনে সামান্য ঝগড়াঝাঁটি হলেও সবাই চান সুখী রাখতে। কিন্তু ভালো রাখার সূত্রটি হয়তো খুঁজে পান না।
জ্যোতিষশাস্ত্র মতে নামের প্রথম অক্ষর থেকে একজন ব্যক্তির প্রকৃতি, আচরণ এবং ভবিষ্যত গণনার রহস্য। নামের প্রথম অক্ষর থেকে সেই ব্যক্তির শক্তি ও দুর্বলতা সম্পর্কেও ধারণা লাভ করা সম্ভব হয়। সেই সব পুরুষদের সম্পর্কে জানা যাক যারা তাদের জীবনসঙ্গীকে সারা জীবন অসীম প্রেম আর ভালোবাসা উপহার দিয়ে থাকেন।
নামের প্রথম অক্ষর অনুসারে জ্যোতিষ বিচারে বলা হয়ে থাকে যে কিছু নামের পুরুষরা তাদের স্ত্রীকে খুব ভালোবাসেন। জেনে নেওয়া যাক কোন কোন অক্ষর নামের প্রথমে থাকলে তারা স্ত্রীকে খুব ভালোবাসা দিয়ে থাকেন। (এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল ভারতের ওয়ান ইন্ডিয়া প্রতিবেদনটি বাংলায় তুলে ধরা হয়েছে।)
'A' 'এ' অক্ষর: এমনিতেই 'এ' হল বর্ণমালার প্রথম অক্ষর। আর এই অক্ষর দিয়ে যে সকল পুরুষদের নাম শুরু হয় তাঁরা খুবই 'বউ সোহাগী' হয়ে থাকেন। স্ত্রীর প্রতিটি ছোটখাটো বিষয়ের উপর তাদের সবসময় নজর থাকে। সেই সঙ্গে স্ত্রীয়ের সকল সুবিধা অসুবিধা নিয়ে তারা খুব যত্নশীল হন।
'K' অক্ষর: ইংরাজির 'কে' অক্ষর দিয়ে শুরু হওয়া নামের পুরুষরা জীবনের যে কোনও কঠিন পরিস্থিতি সে খারাপ হোক বা ভালো সব অবস্থাতেই সঙ্গীর পাশে দাঁড়ান। নিজেদের স্ত্রীকে এই অক্ষরের নামের পুরুষরা অনেক বেশি ভালবাসা দিয়ে থাকেন। শুধু তাই নয়, তারা তাদের সঙ্গীর প্রতি অনুগতও হন ও স্ত্রীর সঙ্গে প্রতারণা করেন না।
'S' অক্ষর : ইংরাজির 'এস' অক্ষর দিয়ে শুরু হওয়া নামের পুরুষরা তাদের জীবনসঙ্গীর সঙ্গে সম্পূর্ণ সততা দিয়ে সম্পর্ক বজায় রাখেন। এই নামের পুরুষরা সংবেদনশীল হয়ে থাকেন। স্ত্রীয়ের প্রতি তারা সম্মান দিয়ে থাকেন। এছাড়াও নিজের স্ত্রীর সুখের জন্য সম্ভাব্য সবকিছু করতে পারেন এই নামের পুরুষরা।
'R' অক্ষর : ইংরাজির 'আর' অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় সেইসব পুরুষরা খুব একটা বিলাসিতা পছন্দ করেননা। সকলের সামনে অহেতুক দেখনদারিও তাদের অপছন্দের জিনিস। কিন্তু এই প্রথম অক্ষর দিয়ে শুরু হওয়া নামের পুরুষরা কোনও কিছুর বিনিময়ে নয়, বরং নিঃস্বার্থ ভাবে নিজেদের স্ত্রীকে ভালোবাসেন। সূত্র : ওয়ান ইন্ডিয়া