শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ০৩:১৩:২৮

ঝু্ঁকিপূর্ণ ও বিপজ্জনক রানওয়ে! বিশ্বের বিস্ময়কর এই বিমানবন্দরটি

ঝু্ঁকিপূর্ণ ও বিপজ্জনক রানওয়ে! বিশ্বের বিস্ময়কর এই বিমানবন্দরটি

এক্সক্লুসিভ ডেস্ক : নিউজিল্যান্ডের গিসবোর্ন শহরে এই বিস্ময়কর বিমানবন্দরটি অবস্থিত। এটা এমন এক বিমানবন্দর যা অত্যন্ত ঝু্ঁকিপূর্ণ এবং বিপজ্জনক। বিমান অবতরণের জন্য প্রয়োজন বিশাল ফাঁকা রানওয়ে। কিন্তু এখানে আলাদা অবস্থাও রয়েছে রানওয়েতে। এই বিমানবন্দরের রানওয়ের সঙ্গে একটি রেলপথ সংযুক্ত রয়েছে। রানওয়ের মাঝ বরাবর চলে গেছে সেই রেলপথ।

দুর্ঘটনা এড়াতে ট্রেনের সময়সূচি অনুযায়ী গিসবোর্ন বিমানবন্দরের রানওয়েতে বিমান অবতরণের সময়সূচি তৈরি করা হয়। গিসবোর্ন বিমানবন্দরের আয়তন প্রায় ১৬০ হেক্টর। এটি নিউজিল্যান্ডের একটি আঞ্চলিক বিমানবন্দর। বার্ষিক প্রায় ৬০ টি আঞ্চলিক বিমান ওঠানামা করে এবং প্রায় ১৫ লক্ষ যাত্রী যাতায়াত করেন এই বিমানবন্দরে৷ তিনটি ঘাস বিছানো রানওয়ের সঙ্গে একটি প্রধান রানওয়ে আছে৷ 

রানওয়েটি ৪২৯৭ ফুট লম্বা৷ এই মূল রানওয়ের মাঝ বরাবর চলে গিয়েছে ‘পামারস্টোন নর্থ গিসবর্ন রেলওয়ে লাইন’। বিশ্বের বিপজ্জনক বিমানবন্দর এর তালিকায় অন্যতম এই গিসবোর্ন বিমানবন্দর। রানওয়ের মাঝখান দিয়ে চলে যাওয়া রেলপথে ট্রেন চলাচল করে হামেশাই৷ যখন বিমান এবং ট্রেন কাছাকাছি সময়ে ওই স্থানে চলে আসে, তখন যে কোনও একটির যাত্রা স্থগিত রাখা হয়৷

আপনাদের হয়ত পড়ে তেমন বিপজ্জনক মনে না হলেও বহু দক্ষ রেলচালক এবং বিমানচালক তাদের আশঙ্কা প্রকাশ করেছেন৷ যখন বিমান এবং রেল একই সময় কাছাকাছি চলে আসে তখন একটি ট্রেন অবতরণকারী বিমান থেকে মাত্র কয়েক ফুট দূরেই অবস্থান করে৷ মুহুর্তের ভুলে বড়সড় দুর্ঘটনা অস্বাভাবিক নয়৷ আশার কথা এই, কড়া নজরদারি এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থার জন্য এখনও পর্যন্ত দুর্ভাগ্যজনক কোন ঘটনা ঘটেনি৷ সূত্র : টাইমস ট্রাভেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে