এক্সক্লুসিভ ডেস্ক : নিত্য নতুন আবিষ্কার মানুষের স্বভাবজাত। এই প্রচেষ্টা থেকেই মানব সভ্যতা আজ এ পর্যায়ে এসে পৌঁছেছে। তার সাথে নতুন করে আবার যুক্ত হয়েছে এলিয়েন বা ভিনগ্রহী খোঁজা। এই চেষ্টাও চলছে অনেকদিন থেকে।
এই ভিনগ্রহ নিয়ে জল্পনাও অনেক। কারণ এখনো এ সম্পর্কে বিস্তারিত জানেনা মানুষ। তবে এবার সেই গুপ্তজ্ঞানের সন্ধানে নতুন করে তোড়জোড় শুরু হয়েছে।
এবার এলিয়েনের সন্ধানে ১০ কোটি ডলার ব্যয়ে প্রজেক্ট শুরু করলেন রাশিয়ার বিজ্ঞানী ইউরি মিলনার। তাঁর এই উদ্যোগে মূল অনুপ্রেরণা বিশিষ্ট বিজ্ঞানী স্টিফেন হকিং ও ফ্র্যাঙ্ক ড্রেক।
প্রজেক্টের নাম ‘Breakthrough Listen’. এই প্রজেক্টে ভিনগ্রহে প্রাণের সন্ধান করার ক্ষেত্রে অনেক বেশি সুযোগ পাবেন মহাকাশ বিজ্ঞানীরা।
জানা গিয়েছেন, এরপর তিনি আরও একটি প্রজেক্ট আনেন যার নাম ‘Breakthrough Listen’. এই প্রজেক্টের মাধ্যমে খোঁজা হবে, কোন মেসেজ সহজেই পৌঁছে দেওয়া যেতে পারে ভিনগ্রহীদের কাছে। যিনি ভালো মেসেজ দিতে পারবেন তাঁকে ১০ লক্ষ ডলার পুরস্কারও দেওয়া হবে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে