এক্সক্লুসিভ ডেস্ক : মানুষের বসবাসের উপযোগী করে সৃষ্টিকর্তা গড়ে তুলেছেন এই পৃথিবী। আর পৃথিবীর উপযোগী করে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন। এক জন থেকে আরেকজনের আকার আকৃতিতে বেশ পরিবর্তন দেখা যায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ যেমন ভিন্ন তেমনি তাদের আকার আকৃতিও বেশ ভিন্ন ভিন্ন। কেই লম্বা বা কেউ খাটো, সব ধরণের মানুষই দেখা যায়।
বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ তুরস্কের অধিবাসী সুলতান কোসেন। ৩৫ বছর বয়সী সুলতানের উচ্চতা ৮ ফুট ১ ইঞ্চি। তিনিই পৃথিবীর জীবিত মানুষের মধ্যে সবচেয়ে লম্বা মানুষ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার এস্কোতে বসবাসরত ট্রাপ পরিবারের সবার উচ্চতাই অনেক বেশি। স্বাভাবিক আর দশটা পরিবারের সদস্যদের থেকে তাদের পরিবারের সদস্যদের উচ্চতার অনেক তফাৎ।
বিশ্বের সবচেয়ে লম্বা পরিবারের রেকর্ডও তাদের। এই পরিবারে রয়েছে মোট ৫ জন সদস্য। পরিবারে স্কট-ক্রিসি দম্পতি ও তাদের এক ছেলে ও ২ মেয়ে। তারা হলেন অ্যাডাম, সাভানা ও মলি। এই পরিবারের সদস্যদের গড় উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চির বেশি। তাদের সম্মিলিত উচ্চতা টেনিস কোর্টের প্রায় অর্ধেক দৈর্ঘ্যের সমান। পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য ২২ বছর বয়সী অ্যাডাম ট্র্যাপ।
পরিবারে বাবা-মা এবং বোনদের মধ্যে তার উচ্চতা সবচেয়ে বেশি। তিনি ৭ ফুট ৩ ইঞ্চি লম্বা। অ্যাডামের বড় বোন সাভানার ট্রাপের উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি। তার বয়স এখন ২৭ বছর। আরেক বোন মলি স্টিড যার বয়স মাত্র ২৪ বছর। তার উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। তিন ভাইবোনই বাস্কেটবল ও ভলিবল খেলেন। অ্যাডামের বাবা স্কটের উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি এবং মা ক্রিসের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি।