সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩০:৫৯

৬৩ ফুট লম্বা অজগর!

৬৩ ফুট লম্বা অজগর!

এক্সক্লুসিভ ডেস্ক : একটু ভাবুন তো, ১৩৭০ কেজি ওজন আর ৬৩ ফুট দৈর্ঘের একটি অজগর! ভাবতেই শরীরটা ঝাকুনি দিয়ে উঠছে? আবার অবিশ্বাস্য মনে হচ্ছে। তাই না?

প্রথম প্রথম সবারই তাই মনে হয়েছে। কিন্তু অবিশ্বাস্য নয়। এটাই সত্যি। যা দেখার জন্য প্রতিদিন হাজারো মানুষ ভীর জমাচ্ছেন জার্মিনির সাপঘরে। যে ভীর সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এই সাপঘরের মানুষদের।

এদিকে এই বিশাল শরীরের আজগরটিকে নিয়ে এখন মহাব্যস্ত সাপ ঘরের কর্মীরা। ব্যস্ততা থাকার কারণও রয়েছে। এই অজগরটি সাপ ঘরের বাকি সদস্যদের হতে একেবারেই ভিন্ন। এতো বিশাল ওজন ও এতো বড় লম্বা! কেও কি কখনও দেখেছেন?

সংবাদ মাধ্যমগুলো এই বিশাল আজগরের খবরে মশগুল। এর নাম বেরতা। বেরতা হচ্ছে মহিলা অজগর। ওর দেখাশোনার জন্য প্রয়োজন ৬ জন লোক।

শুধু তাই নয়, অজগরটির স্থান পরিবর্তনের জন্যই দরকার অন্তত ১২ জন মানুষ। মাথাটা এইখানে শুরু, তো লেজটা শেষ একেবারে ওই মাথায়। এমন বিশাল অজগর দেখে তো সবাই হতবাক। এতো বড় আবার সাপ হতে পারে?

সংবাদ মাধ্যমকে এই অজগর সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে সাপঘরের এক আধিকারি বলেছেন, তাদের নতুন অতিথিকে প্রথমে ঘরে ঢোকাতেই এক বিশাল কসরত করতে হলো। সেজন্য সবাই একদিন করে ছুটি চাচ্ছে।

এমন বিশাল ৬৩ ফুটের অজগরকে দেখতে লম্বা লাইন পড়ে গেছে সাপঘর এলাকায়। ওর খাঁচার সামনে বড়বড় করে লেখা হয়েছে সাবধান! ওর খিদে নাকি এক মারাত্মক কিছু। তাই ভুলেও কেও সীমানা লঙ্ঘন করবেন না। লক্ষ্ণণরেখা পার করলেই মহা বিপদ।

তবে যতো সাবধান বাণীই থাক না কেনো সাপঘরে প্রতিদিন হাজার হাজার মানুষ আসছেন পৃথিবীর এই বিশালাকার অজগরটি এক নজর দেখার জন্য।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে