এক্সক্লুসিভ ডেস্ক : শুরুতেই ভুল করে বসেন, তাহলে সেই কাজে সফল হওয়া যায় না। সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার উপরেই নির্ভর করবে আদৌ বন্ধুত্বের সম্পর্ক প্রেম পর্যায় পৌঁছবে কি না! সম্প্রতি কোনও মেয়ের সঙ্গে হয়েছে? আলাপচারিতা বেশ জমে উঠেছে। ভাবছেন দেখা করে একটা অফার দিয়েই দেখি না?
তবে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রথম আলাপের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার উপরেই নির্ভর করবে আদৌ বন্ধুত্বের সম্পর্ক প্রেম অবধি পৌঁছাবে কি না! মনে রাখবেন ভদ্র থাকাটা বেশি জরুরি। আপনি যে রুচিবান ব্যক্তি, এটা যেন প্রকাশ পায়। তাই কোথাও দেখা করতে যাওয়ার আগে ঠিক করে নিতে হবে। তবে প্রথমে কিছু ভুলগুলি করলে আপনার সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ যেতে পারে?
আচরণ সংযত : ধরুন প্রথম ডেটে আপনি কোনও রেস্তোরাঁয় খেতে গেলেন। বান্ধবীর সঙ্গে কথাবার্তা বেশ ভালই জমেছিল! খাবার আসতে দেরি হওয়ায় আপনি সেখানকার কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করে বসলেন। এই আচরণ কিন্তু আপনার বান্ধবীর মনে অসন্তোষ তৈরি করতে পারে। আপনার ব্যবহারেই প্রকাশ পাবে আপনার ব্যক্তিত্ব।
প্রাধান্য দেওয়া: কারও সঙ্গে প্রথম আলাপের সময়ে আপনি যদি তাকে প্রাধান্য না দিয়ে বারবার ফোন ঘাটেন তা মোটেই ভাল অভ্যাস নয়। এতে অপরজন বিরক্ত হতে পারে। প্রথম আলাপে একে অপরের সঙ্গে বেশি করে সময় কাটাতে পারলে ভাল। খুব প্রয়োজনীয় ফোন না এলে ফোন না ধরাই ভাল। একে অপরের বিষয়ে জানার চেষ্টা করন।
দম্ভহীন ব্যক্তিত্ব : প্রথম আলাপেই নিজেকে নিয়ে দম্ভ দেখাবেন না। বান্ধবীর পছন্দ-অপছন্দের বিষয়ে জানার আগ্রহ দেখান। সারাক্ষণ নিজের সম্পর্কে বলে চললে তিনি আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। প্রথম আলাপেই নিজেদের প্রাক্তন নিয়ে বিশেষ আলোচনা না করাই ভাল।
তার পছন্দ : খাবার অর্ডার করার আগে বান্ধবীর পছন্দ জেনে নিতে ভুলবেন না। খুব ভাল হয় যদি আপনি আপনার বান্ধবীকে তার পছন্দ মতো খাবার অর্ডার করতে বলেন। খাবরের শেষে বিল মেটাতে ভুলবেন না যেন! তবে দেখে নিন বান্ধবীও বিলের অর্ধেক দিতে ইচ্ছুক কি না। যদি হন, তা হলে জোর করে নিজে পুরোটা দিতে যাবেন না। কারণ অনেক স্বনির্ভর মেয়েরা তা একদমই পছন্দ করেন না।
বুদ্ধিদীপ্ত : হালকা ঠাট্টা তামাশা করতে পারেন। কিন্তু তা যেন চটুল না হয় বা অসম্মানজনক না হয়ে ওঠে, সেটা মাথায় রাখতে হবে। বুদ্ধিদীপ্ত কথা বলার চেষ্টা করুন। তবে অবশ্যই নিজেকে সংযত রাখবেন। এমন না হয়, বেশি বেশি করতে গিয়ে নিজেকেই হাসির খোরাক বানিয়ে ফেলেছেন।