সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩১:৩০

যে দেশে খোলা আকাশের নিচে সিনেমা হল

যে দেশে খোলা আকাশের নিচে সিনেমা হল

এক্সক্লুসিভ ডেস্ক : গৃহহীনদেরও তো বিনোদনের অধিকার থাকা দরকার। পয়সা নাই বলে তারা শুধুই বঞ্চিত হবে- তা হয় না। গৃহহীন মানুষদের জন্য সিনেমা দেখার ব্যবস্থা করা হয়েছে রাশিয়ায়।

দেশটির রাজধানী মস্কোতে উন্মুক্ত আকাশের নীচে একটি অস্থায়ী সিনেমা হল তৈরি করা হয়েছে। সেখানে হাসির সিনেমার সাথে বিনামূল্যে হালকা খাবারও পাচ্ছেন দর্শকরা।

পুরো গ্রীষ্মকাল ‍জুড়ে মস্কোর ক্রাসনোসেলস্কায়া মেট্রো স্টেশনের পাশে সরকারি জমিতে অস্থায়ী এ সিনেমা হলটি স্থাপন করা হয়েছে। এ সিনেমা হলে রোববার প্রথম সিনেমাটি প্রদর্শিত হয়। প্রথম দিনে দর্শক হিসেবে উপস্থি ছিলেন নানা বয়সের নারী-পুরুষ।

স্থানীয় কর্মকর্তা ইগর আব্রামভ একটি টুইট বার্তায় লিখেছেন, ১৯ জুলাই মস্কোতে একটি গ্রীষ্মকালীন সিনেমা হল স্থাপন করা হয়েছে গৃহহীন মানুষের জন্য। অস্থায়ী সিনেমা হলটিতে প্রতি মাসে একটি একটি রাশিয়ান সিনেমা দেখানো হবে।

এ অভিনব উদ্যোগটি নিয়েছে ফ্রেন্ডস অন দ্য স্ট্রিটস নামের একটি এনজিও সংস্থা। রাশিয়ার মোট জনসংখ্যা দুই শতাংশ মানুষ গৃহহীন। সূত্র: মস্কো টাইমস
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে