এক্সক্লুসিভ ডেস্ক : সংসার জীবনে সুখী হতে কে না চায়। তবে অনেকে সাংসারিক জীবনে প্রত্যাশিত সুখ না পেয়ে হতাশায় ভুগেন। কিছু ছোটখাট ভুলের কারণে অনেক সময় বিবাহিত জীবনে অশান্তি তৈরি হতে পারে। তবে ৪ টি বিষয় মাথায় রাখলে সংসার জীবনে অনেক সমস্যার সমাধান হতে পারে। তাহলে চলুন জেনে নেই এই চারটি বিষয়:
চিৎকার করা: অনেকেই আছেন সমস্যা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা না করে চিৎকার করেন। এটি হলো প্রথম ভুল যা থেকে সম্পর্কে চিড় ধরা শুরু করে। কারণ চিল্লাচিল্লি করলে দুজনের মধ্যে সমস্যা মারাত্মক আকার ধারণ করে।
আপনার স্ত্রী কি আপনার শত্রু? আপনি যদি আপনার সঙ্গীর সাথে লড়াই করার অজুহাত খোঁজেন, তাহলে আপনার স্ত্রীকে আপনার শত্রু মনে হবে। আপনার লক্ষ্য হবে আপনার সঙ্গীর সাথে কাজ করা তার বিরুদ্ধে না। যদি দুজনের মধ্যে সমস্যা থাকে তাহলে দুজন বসে সমস্যা সমাধানের চেষ্টা করুন।
আর্থিক গোপনীয়তা: আপনার সঙ্গীর কাছে আপনি যদি আর্থিক বিষয়টি গোপন রাখেন তবে তা কখনোই গ্রহণযোগ্য না। পরিবর্তে, এটি ভুল বোঝাবুঝি এবং মারামারি পর্যন্ত গড়াতে পারে। আবার আপনি যেভাবে অর্থ ব্যয় করেন বা সঞ্চয় করেন তা আপনার সঙ্গীর পছন্দ নাও হতে পারে। এজন্য দুজন মিলে আর্থিক পরিকল্পনা করুন।
তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ: তৃতীয় ব্যক্তিকে কখনই দুজনের সম্পর্কের ভিতরে নিয়ে আসবেন না। শ্বশুর-শাশুড়ির হস্তক্ষেপ খুবই সাধারণ ব্যাপার। কিন্তু তাদের এমন কিছুতে আপনি প্রভাবিত হবেন না যা আপনার সম্পর্কে সমস্যা তৈরি করে। দম্পতি হিসেবে দুজন মিলেমিশে থাকুন। তথ্য সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া