এক্সক্লুসভি ডেস্ক : তিনি সার্ফিং লিগে খেলতে সমুদ্রে নামেন। কিন্তু তাকে রীতিমতো মাঝসমুদ্রে লড়াই করতে হয় হাঙরের সঙ্গে। সেই লড়াইয়েও জিতে ফিরলেন অসি সার্ফার।
ওয়ার্ল্ড সার্ফিং লিগ টুর্নামেন্টে যোগ দিয়ে কার্যত রেকর্ড গড়লেন সাহসী মিক ফ্যানিং। উদ্ধারকারী দল এগিয়ে আসার আগে আত্মরক্ষার্থে বেশ কিছুক্ষণ হাঙরের সঙ্গে লড়াই চালিয়ে গেছেন মিক।
মাঝ সমুদ্রে সাঁতার কাটতে কাটতে হঠাত্ই টের পান কে যেন তাঁকে টেনে নিয়ে যাচ্ছে। পিছনে ফিরেই দেখেন হাঙর।
গভীর পানিতে হাঙরকে পাশ কাটিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিছু দূর এগোতে পারলেও ফিরে দেখেন হাঙরটি পিছু ছাড়েনি।
তারপর মনের জোরে সাঁতরে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই চিত্কার করতে শুরু করেন তিনি। ঠিক সেই সময়েই নৌকো নিয়ে এসে উদ্ধারকারী দল উদ্ধার করে মিক ফ্যানিংকে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে