সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৪:৪৬

৪০ বছর বয়সের পর ধনী হয়েছেন যারা

৪০ বছর বয়সের পর ধনী হয়েছেন যারা

এক্সক্লুসিভ ডেস্ক: তথ্য প্রযুক্তির এই যুগে অনেকেই খুব অল্প বয়সে ধনি হয়েছেন। তবে তার মানে এই নয় যে বেশি বয়সে কেউ ধনী হয়নি। ৪০ বছর পার হওয়ার পরেও বহু মানুষ ধনী হয়। মধ্যবয়সি এমন ১১ ব্যক্তির পরিচয় তুলে ধরলাম-

১. ডোনাল্ড ফিশার
ডোনাল্ড ফিশার ও তার স্ত্রী সম্পূর্ণ অভিজ্ঞতাবিহীন অবস্থায় ৪০ বছর বয়স পার করে গ্যাপ স্টোর প্রতিষ্ঠা করেন। ১০৬৯ সালের ঘটনা এটি। এরপর এ স্টোর ক্রমে বিশ্বব্যাপী প্রতিষ্ঠা লাভ করে।

২. ভ্যারা ওয়াং
ভ্যারা ওয়াং একজন ফিগার স্কেটার ও সাংবাদিক ছিলেন। এরপর ৪০ বছর বয়সে তিনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। বর্তমানে তিনি বিশ্বের একজন প্রতিষ্ঠিত ফ্যাশন ডিজাইনার।

৩. স্ট্যান লি
‘দ্য ফ্যান্টাস্টিক ফোর’ নামে কমিক তৈরি করেন স্ট্যান লি তার ৩৯তম জন্মদিনের সময়ে। এরপর কয়েক বছরের মধ্যে তিনি মার্ভেল ইউনিভার্স তৈরি করেন। এর মাধ্যমে স্পাইডার ম্যান ও এক্স ম্যান আসে এবং বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায়।

৪. গ্যারি হিয়েভিন
গ্যারি হিয়েভিন তার প্রথম কার্ভস ফিটনেস সেন্টার প্রতিষ্ঠা করে ১৯৯২ সালে। এটি ৯০ দশকে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ফ্যাশন ফ্রাঞ্চাইজে পরিণত হয়।

৫. রবিন চেজ
২০০০ সালে ৪২ বছর বয়সে রবিন চেজ জিপকার প্রতিষ্ঠা করেন। তিনি ২০১১ সালে তিনি প্রতিষ্ঠান ছেড়ে স্টার্টআপ তৈরি ও পরামর্শ দেওয়ার কাজ শুরু করেন। এছাড়া ওয়ার্ল্ড ইকনমিক ফোরামেরও তিনি সদস্য।

৬. স্যামুয়েল জ্যাকসন
স্যামুয়েল জ্যাকসন হলিউডের সঙ্গে জড়িত বহু বছর ধরেই। কিন্তু ৪৩ বছর বয়সে তিনি পুরস্কার বিজয়ী ভূমিকায় অবতীর্ণ হন। ১৯৯১ সালে তিনি ‘জাঙ্গল ফিভার’ চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।

৭. স্যাম ওয়ালটন
স্যাম ওয়ালটনের ২০ ও ৩০ বছর বয়সে সফল রিটেইল ম্যানেজমেন্ট ক্যারিয়ার ছিল। কিন্তু তার অসাধারণ সফল জীবন শুরু হয় তার ৪৪ বছর বয়সে।

৮. হেনরি ফোর্ড
সাধারণের জন্য মোটরগাড়ি জগতের অন্যতম পথপ্রদর্শক হেনরি ফোর্ড তার মডেল টি কার নিয়ে আসেন ১৯০৮ সালে। সে সময় তিনি ৪৫ বছর বয়স্ক ছিলেন।

৯. জ্যাক ওয়েই
জ্যাক ওয়েই ৪৫ বছর বয়সে তার বিখ্যাত কাউবয়-ওয়ার ব্যান্ড প্রতিষ্ঠা করেন। তিনি রকমাউন্ট র‌্যাঞ্চ ওয়্যার নামে সে প্রতিষ্ঠানের সিইও ছিলেন ১০৭ বছর বয়স পর্যন্ত।

১০. রুডনি ডেঞ্জারফিল্ড
রুডনি ডেঞ্জারফিল্ড একজন বিশ্বখ্যাত কমেডিয়ান। তবে তিনি ৪৬ বছর বয়সেই সবার দৃষ্টি আকর্ষণ করেন।

১১. চার্লস ডারউইন
চার্লস ডারউইন তার জীবনের অধিকাংশ সময়ই নানা গবেষণার কাজে ব্যয় করেছেন। কিন্তু ১৮৫৯ সালে ৫০ বছর বয়সে বিখ্যাত বই ‘অন দি অরিজিন অফ স্পিসিস’ তাকে সবচেয়ে বেশি খ্যাতি এনে দিয়েছে।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে