সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৯:৫৯

কুকুরের জন্য স্কুল!

কুকুরের জন্য স্কুল!

এক্সক্লুসিভ ডেস্ক : অঙ্গারের বয়স মাত্র দেড় বছর।  এই বয়সের আর পাঁচটা বাচ্চার মতোই খেলতে খুব ভালোবাসে।  কিন্তু যখন সে স্কুলের একের পর এক পরীক্ষায় পাস করে, তখন কে বলবে সে বাচ্চা? এরকমই আরো অঙ্গারদের জন্য স্কুল খুলেছে পঞ্জাবে।  ট্রেনিংয়ের জন্য রয়েছেন পাঞ্জাব ও আমেরিকার দুঁদে প্রশিক্ষকরা।  স্কুলের নাম ইন্টারন্যাশনাল ট্যাকটিক্যাল অ্যান্ড ক্যানাইন ট্রেনিং সেন্টার।

হ্যাঁ, অঙ্গার হলো দেড় বছরের ম্যালিনয়েস ব্রিডের একটি কুকুর।  ভারতীয় এক মাল্টি বিলিয়নেয়ারের পোষ্য এই কুকুরটি পাঞ্জাবের এই স্কুলের প্রথম সাবেক ছাত্র।  পাঞ্জাব সরকার ও চণ্ডীগড়ের ব্যবসায়ী নিউটন সিধুর কোম্পানি ESD-এর যৌথ উদ্যোগে প্রাথমিকভাবে ১০ কোটি টাকা বিনিয়োগ করে স্থাপিত হয়েছে কুকুর প্রশিক্ষণের এই স্কুল।

দেরাবাসসিতে ৪০ একরের এই অ্যাকাডেমিতে সামনের সপ্তাহেই ভর্তি হবে আরো বেশকিছু ছাত্র।  তবে রীতিমতো কঠিন ভর্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তবেই এই স্কুলে ঢোকার অনুমতি পাচ্ছে কুকুরের দল।

স্কুলের প্রশিক্ষকও নিয়োগ করা হয়েছে বাছাই করে।  পাঞ্জাব ছাড়াও আমেরিকা থেকে আনা হয়েছে প্রশিক্ষক।  'টেকেন' ও 'দ্য বোর্ন আইডেন্টিটি'-এর মতো বিভিন্ন হলিউড ব্লকবাস্টারের স্পেশ্যাল এফেক্ট টিম অথবা আমেরিকার বিখ্যাত SWAT পুলিশ টিমে কাজ করা বিশেষজ্ঞদের প্রশিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে।

কুকুরদের ড্রাগ ও বিস্ফোরক শনাক্তকরণ এবং নজরদারি রাখার বিষয়টি শেখাচ্ছেন এই প্রশিক্ষকরা।  ITAC-এর ডেপুটি ডিরেক্টর মাইকেল ফটেক্স বলছেন, আমরা পৃথিবীটাকে আরও সুন্দর করতে চাই।  কুকুররা শুধু স্যালুট করতে, দাঁড়াতে বা বসতে শিখবে এটা আমরা চাই না।  

এই স্কুলে যেভাবে কুকুরদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, তাতে ITAC থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করার কথা ভাবছে বিভিন্ন সরকারি এজেন্সি ও কর্পোরেট সংস্থা।

প্রশিক্ষণ নিয়ে বাড়ি ফিরে গেছেঅঙ্গার।  সে অ্যামোনিয়াম নাইট্রেট, RDX, পেরোক্সাইডের মতো ছটি মারাত্মক বিস্ফোরক শনাক্ত করার পরীক্ষায় পাস করেছে।  কিন্তু তার সহপাঠী শেরু, অঞ্জেল, বব, বার্বি ও ক্যারির এখনো প্রশিক্ষণ চলছে।  

তারা এখন কোকেন, হেরোইন, নোট, তাজা বিস্ফোরকসহ বিভিন্ন জিনিস গন্ধ শুঁকে শনাক্ত করতে পারে।  সিধু বলছেন, 'BSF ও ইন্দো-টিবেটান সীমান্ত পুলিশদের যেভাবে প্রশিক্ষ দেয়া হয়, আমি তাজা বিস্ফোরক ব্যবহার করে ঠিক সেইভাবে কুকুরদের প্রশিক্ষণ দিয়েছি।  সূত্র : টাইমস অব ইন্ডিয়া
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে