রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ০৪:৫৭:২৬

প্রেমিকাকে বশে আনার যাদু!

প্রেমিকাকে বশে আনার যাদু!

এক্সক্লুসিভ ডেস্ক : কয়েকটা ‘ফ্যাঁস ফ্যাঁস’ স্প্রে করার আওয়াজ।  তাতেই কেল্লা ফতে।  আপনার টার্গেট করা প্রেমিকা পিছু নিতে বাধ্য।  এমনই একটি স্প্রে আবিষ্কৃত হয়েছে জার্মানিতে।  

মনে হতে পারে এটি প্রেমিকাকে বশে আনার জাদু।  আসলে এটি নেহাতই একটি নেজাল-স্প্রে।  এর গন্ধেই পিছু নেবে আপনার সুন্দরী প্রেমিকা।

ইবেলার এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, এই বিশেষ নেজাল স্প্রে এক ধরনের কৃত্রিম রূপান্তর।  সাধারণত মানুযের প্রেমে পড়ার প্রবৃত্তির মূলে নাকি কাজ করে থাকে এই স্প্রে।

নেজাল-স্প্রে পরীক্ষামূলকভাবে ৪৬ জন মহিলার উপর প্রয়োগ করে দেখা গেছে, তারা তাদের পুরুষ সঙ্গীর প্রতি তীব্র প্রেম অনুভব করেছেন।  এসব মহিলার বয়স ২০-এর কোঠায়।

কিন্তু সমস্যা অন্যত্র।  যেসব মহিলা জন্মনিয়ন্ত্রক পিল ব্যবহার করেন, তাদের উপর কেনো প্রভাবই ফেলেনি।  এই স্প্রে তাদের কাছে ভিড়তেই পারেনি।
১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে