সোমবার, ১৬ মে, ২০২২, ০৯:০৯:৪৭

যে গুণ থাকলে সেই পুরুষের প্রতি আকৃষ্ট হন মহিলারা!

যে গুণ থাকলে সেই পুরুষের প্রতি আকৃষ্ট হন মহিলারা!

এক্সক্লুসিভ ডেস্ক : মহিলাদের আকৃষ্ট করার অনেকের মাঝে থাকে। তবে মোদ্দা কথা প্রায় প্রত্যেক পুরুষই চান তার প্রতি যেন একটু বেশি আকৃষ্ট হন মহিলার। তবে কীভাবে এটা সম্ভব? বেশি টাকা পয়সা কিংবা অনেক বেশি সুপ্রতিষ্ঠিত থাকলে তবে কী সম্ভব?

যে গুণ থাকলে সেই পুরুষের প্রতি আকৃষ্ট হন মহিলারা! এইটা একটা লাখ টাকারই প্রশ্ন৷ মহিলারা কী চান৷ নারীমনের গভীরে পৌঁছনো তো আর মুখের কথা নয়৷ তাই পুরুষেরাও জানতে চান যে মহিলারা আসলে কী চায়৷

না, গবেষণা এটাই বলছে যে মহিলারা একেবারেই রূপ, গুণ বা অর্থবৈভব চান না৷ ইদানীংকালের করা সমীক্ষা বলছে, মহিলারা বেশিরভাগই স্যাপিওসে'ক্সুয়াল৷ অর্থাৎ তাঁরা পুরুষদের বুদ্ধিমত্তায় আকৃষ্ট হন৷

এছাড়া কোনও পুরুষ তাঁর আশেপাশের মানুষকে কীভাবে দেখছেন, সেটাও একটা বিষয়৷ চারপাশের মানুষের প্রতি তাঁর ব্যবহার কেমন, সেটাও দেখেন  মহিলারা৷

একটা পুরুষ কতটা উদার বা তাঁদের সেন্স অফ হিউমার কেমন, মহিলারা সব দিকেই কিন্তু নজর রাখেন৷ পুরুষকে ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে অথচ প্রেমিকা বা স্ত্রীর কাছে তিনি হবেন শিশু সুলভ। এমন চাহিদা প্রায় সব মহিলাদেরই থাকে।

মহিলাদের প্রতি সম্মান রযেছে এমন পুরুষ যে কোনও বয়সী মহিলার কাছেই আকর্ষণীয়। আজকালকার মেয়েরা পুরুষের খাবার খাওয়ার স্টাইল, পোশাক, চুল-দাড়ির ফ্যাশন, অ্যাকসেসরিজ, পারফিউমের দিকেও নজর রাখেন। এগুলি রুচিশীল না হলেই বিপদ।

আর হ্যাঁ, বাঙালি মেয়েরা কিন্তু আজও সাহিত্য, সংগীত এবং সংস্কৃতির প্রতি সমানভাবে আকর্ষিত। তাই পুরুষ সঙ্গীর এসবে আগ্রহ থাকলে তো কেল্লাফলে।

এছাড়াও মেয়েদের আরও বিশেষ কিছু চাহিদা থাকে। যা কিন্তু বুদ্ধি করে ছেলেদেরই বুঝে নিতে হবে। এর জন্য কোনও পরামর্শ নয়, অভিজ্ঞতাই সম্বল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে