এক্সক্লুসিভ ডেস্ক : এটিএম মেশিন থেকে টাকা লুটের নতুন কৌশল আবিষ্কার করলো ডাকাত দল। তাদের উদ্ভাবিত পদ্ধতিতে গোটা এটিএম বুথই নিয়ে পালালো ডাকাকরা।
দুঃসাহসিক এ ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লি-গুরগাঁও এক্সপ্রেসওয়ের হিরো হন্ডা চক এলাকার কাছে। এটিএম বুথটি এইচডিএফসি ব্যাংকের ছিল।
দেশটির পুলিশ জানিয়েছে, এটিএমে ঢুকেই ডাকাতরা প্রথমে সিসিটিভি ক্যামেরাগুলোকে ভেঙে ফেলে। এরপর গোটা এটিএম মেশিনটি নিয়েই পালিয়ে যায় ডাকাত দল।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, এটিএমটিতে যে সিসিটিভি লাগানো ছিল তা অত্যন্ত শক্তিশালী। ফলে ক্যামেরা ভাঙার আগ মুহূর্ত পর্যন্ত সব ছবিই সার্ভারে ধরা থাকবে।
পুলিশ জানিয়েছে, ডাকাতরা গ্যাসের কাটার মেশিন দিয়ে এটিএম কেবিনে ঢুকে ক্যাশ বক্স কেটে নিয়ে পালিয়েছে। অবশ্য বুথটিতে তেমন রূপি ছিল না। মাত্র ৯১ হাজার রূপি ছিল বলে জানা গেছে।
গত এপ্রিলেও দিল্লি-গুরগাঁও এক্সপ্রেসওয়ের আরেকটি এটিএমে একই কায়দায় ক্যাশ বক্স ভেঙে প্রায় ২ লাখ রূপি নিয়ে যায় ডাকাত দল।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/