শনিবার, ২১ মে, ২০২২, ১২:৪৩:৩৩

চুল নিয়ে দু:চিন্তা! তাহলে ডিম খেয়ে খোসাটি ফেলবেন না!

 চুল নিয়ে দু:চিন্তা! তাহলে ডিম খেয়ে খোসাটি ফেলবেন না!

এক্সক্লুসিভ ডেস্ক: আপনার চুল নিয়ে দু:চিন্তা! ভাবছেন কীভাবে চুল ঠিক রাখবেন, কীভাবে বড় করবেন? তাহলে আপনি যখন ডিম খান তখন তার খোসাটি ফেলে দেবেন না। 

এই খোসাটি দিয়ে তৈরি করতে পারেন চুলের প্যাক। ডিমের খোসা অনেক গুণেরই পরিপূর্ণ। আপনিও যদি আপনার চুল সহজ পদ্ধতিতে লম্বা করতে চান তাহলে এই প্যাকগুলি ব্যবহার করতে পারেন।

কোমর ছাপানো চুলের স্বপ্ন অনেক মেয়েদেরই। চুলের ঠিকঠাক যত্ন নিলে বা যথাযথ পুষ্টি পেলে তা ভাঙে ঝরে কম, কাজেই বৃদ্ধিও হয় তাড়াতাড়ি। তাই লম্বা চুলের স্বপ্ন পূরণ করতে গেলে সবার আগে দরকার চুলের ঠিকমতো যত্নআত্তি করা। 

আর পুষ্টির কথা বলতে গেলে সবার প্রথমে আসে ডিম। সস্তায় স্বাস্থ্যকর উপাদান বলতে ডিমই সেরা। এর মধ্যে প্রোটিন খুব ভালো পরিমাণে থাকে। এতে এমন অনেক ভিটামিন বা খনিজ রয়েছে, যা স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। 

কিন্তু আপনি কি জানেন এর খোসাও রূপচর্চায় ব্যবহার করা যায়। ডিমের খোসা চুলের সৌন্দর্য বাড়াতে সাহযেয করে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ত্বক পরিচর্চায় ক্ষেত্রে অবশ্য অনেকেই ব্যবহার করেন। ত্বকের দাগ দূর করতে এবং উজ্জ্বলতা বাড়াতে খুব কার্যকরী এই উপাদানটি। বিশেষজ্ঞদের মতে এই খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং পুষ্টি থাকে। 

মৃত কোষ দূর করতেও অনেকে এটি ব্যবহার করেন। সেই সঙ্গে ত্বকের পাশাপাশি চুলের জন্যও সমান উপকারী। যদি আপনার চুল পড়ে যায় বা ভালোভাবে বৃদ্ধি না পায় তাহলে ডিমের খোসার হেয়ার প্যাক অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন।

এর হেয়ার প্যাক তৈরি করা খুবই সহজ। অন্যান্য হেয়ার প্যাকের মতোই এটি ব্যবহার করতে পারেন। কিছু লোক শুধুমাত্র চুলের প্যাকের জন্য এর খোসা ব্যবহার করেন, আপনি চাইলে অন্যান্য উপাদান দিয়েও এটি ব্যবহার করতে পারেন।

চুলের বৃদ্ধির জন্য হেয়ার প্যাক: চুলের দৈর্ঘ্য অনুযায়ী ডিমের খোসার গুঁড়ো দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। ভালো করে মেশানোর পর চুলে লাগান। এটি প্রায় ৪৫ মিনিটের জন্য রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

আপনার চুল যদি শুষ্ক এবং শক্ত হয়, তবে অবশ্যই সপ্তাহে একবার এই হেয়ার প্যাকটি ব্যবহার করে দেখুন। এই হেয়ার প্যাকটি নিয়মিত লাগালে চুলের গোছ বাড়বে এবং উজ্জ্বলতাও আসবে। ​তৈলাক্ত স্ক্যাল্পের জন্য হেয়ার প্যাক

এই হেয়ার প্যাকটি তৈরি করতে একটি পাত্রে ২ থেকে ৩ চামচ ডিমের খোসার গুঁড়ো নিন। এতে ২টি ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। আপনি চাইলে চুলের আয়তন অনুযায়ী ডিমের খোসা বা ডিমের সাদা অংশ বাড়াতে পারেন। দুটো ভালো করে মেশানোর পর মিহি পেস্ট তৈরি করুন।

নিশ্চিত করুন যে পেস্টটি খুব বেশি ভেজা এবং টাইট না হয়। এবার এই প্যাকটি মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে