শনিবার, ২১ মে, ২০২২, ০৩:৩৬:১৬

যেভাবে পড়তে পারবেন Whatsapp-এর ডিলিট করা মেসেজও!

যেভাবে পড়তে পারবেন Whatsapp-এর ডিলিট করা মেসেজও!

এক্সক্লুসিভ ডেস্ক: কিন্তু কোনও মেসেজ ডিলিট করার পরও অনেকের জানতে ইচ্ছা করে ওই ডিলিট হওয়া মেসেজে কী লেখা ছিল। এই প্রতিবেদনে বিস্তারিতভাবে জানানো হল কীভাবে আপনি কোনও ডিলিট হওয়া মেসেজ দেখতে পাবেন।

বছর খানেক আগেই মেসেজ ডিলিটের ফিচার চালু করা হয়েছে Whatsapp-এ। বেশ গুরুত্বপূর্ণ এই ফিচারের মাধ্যমে যদি কোনও ব্যক্তি ভুল করে কাওকে মেসেজ পাঠিয়ে দেন তাহলে তা ডিলিট করা সম্ভব। বর্তমান সময়ে এই ফিচার অত্যন্ত কার্যকরী।

কিন্তু কোনও মেসেজ ডিলিট করার পরও অনেকের জানতে ইচ্ছা করে ওই ডিলিট হওয়া মেসেজে কী লেখা ছিল। এই প্রতিবেদনে বিস্তারিতভাবে জানানো হল কীভাবে আপনি কোনও ডিলিট হওয়া মেসেজ দেখতে পাবেন।

Whatsapp-এ নির্দিষ্ট কোনও ফিচার নেই যার মাধ্যমে কোনও ডিলিটেড মেসেজ দেখা সম্ভব। কিন্তু তারপরেও কীভাবে তা দেখা সম্ভব?

তবে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে পুরো কাজটি করা সম্ভব হবে। তার জন্য বিশেষ একটি অ্যাপের সাহায্য নিতে হবে। এগুলি মূলত নোটিফিকেশন ট্রাকিং অ্যাপ। এই অ্যাপগুলি অন্য বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন ট্র্যাক করা হয়। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাপ হল WhatsRemoved+।

অন্য অ্যাপের মতোই এই অ্যাপটিও Google Play Store থেকে ডাউনলোড করতে পারবেন। কিন্তু App Store-এ এই অ্যাপটি পাওয়া যাবে না। অ্যাপটির সাইজ 4.90MB-র কাছাকাছি। তবে, আপডেট করার পর অ্যাপটির সাইজ বেশ কিছুটা বাড়বে।

WhatRemoved+ অ্যাপ কাজ করবে কীভাবে? এই নোটিফিকেশন ট্রাকিং অ্যাপটি মোবাইলে ইনস্টল করার পর কোনও বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন ট্র্যাক করে। অর্থাৎ যখনই কোনও অ্যাপে নোটিফিকেশন আসে সঙ্গে সঙ্গে ওই অ্যাপটি সেই নোটিফিকেশন ট্র্যাকিং কর। 

এবং সেটি সঙ্গে সঙ্গে নিজের ডেটাবেসে নিয়ে নেয়। ফলে একইভাবে Whatsapp এর ক্ষেত্রেও যখনই কেউ কোনও মেসেজ পাঠাবে তা সঙ্গে সঙ্গে নিজের ডেটাবেসে নিয়ে নেবে ওই অ্যাপটি। এরপর কেউ ওই মেসেজ কেউ ডিলিট করে দিলেও WhatRemoved+ অ্যাপ থেকে ডিলিট করতে পারবে না। ফলে সেখানে মেসেজ থেকেই যাবে।

কীভাবে অ্যাপটি ইনস্টল করবেন? স্টেপ 1-প্রথমে Google Play Store থেকে ডাউনলোড করুন। স্টেপ 2- এরপর ফোনে ইনস্টল করুন অ্যাপটি।

স্টেপ 3- ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করুন। এবং সেখানে থাকা Whatsapp পারমিশন অন করুন।
স্টেপ 4-অ্যাপটি বন্ধ করুন। অ্যাপটি বন্ধ করলেও ব্যাকগ্রাউন্ডে তা চালু থাকবে। ফোনে Whtsapp নোটিফিকেশন এলেই তা ট্র্যাক করতে পারবে ওই অ্যাপ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে