এক্সক্লুসিভ ডেস্ক : গাড়ি যাই হোক, যত দামিই হোক, টায়ারের রঙ সব সময় কালো। কেন? দুই, চার, আট দশ- যত চাকারণ গাড়ি হোক না কেন, টায়ারের রঙ সব সময় কালো! কেন অন্য রঙের টায়ার হয় না, জানেন?
কালো ছাড়া এখন আর অন্য কোনও রঙের টায়ার পাওয়া যায় না। অথচ আজ থেকে ১২৫ বছর আগে টায়ারের রঙ হত সাদা।
যে রাবার দিয়ে টায়ার প্রস্তুত করা হয় তার রঙ বয় মিল্কি হোয়াইট। অর্থাত্ দুধ সাদা। তবে সেই রাবার খুব বেশি মজবুত হয় না। ফলে তাতে আরও কিছু শক্তিশালী পদার্থ (Strong Substances) মেশাতে হয়।
মিল্কি হোয়াইট রাবারের সঙ্গে ব্ল্যাক কার্বন মেশাতে হয়। যাতে সেই রাবার আরও শক্তিশালী হয়। আর তাতেই টায়ারের রঙ হয়ে যায় কালো।
অটোমোবাইল পার্টস-এর ভেতর প্রচুর তাপ উত্পন্ন হয়। সেই তাপ সহ্য করার ক্ষমতা রয়েছে কার্বনের। কার্বন মেশানো থাকে বলেই রাবারের টায়ার তাপে গলে যায় না।
টায়ার যে কোনও গাড়ির গুরুত্বপূর্ণ অংশ। কার্বন টায়ারকে ইউভি রেডিয়েশন থেকে বাঁচায়। তাই টায়ার দীর্ঘদিন মজবুত থাকে।