এক্সক্লুসিভ ডেস্ক : কোনোদিন স্কুলে যাননি তিনি। নিজের নামটাও লিখতে পারতেন না। এখন বয়স তার ১০০ বছর। কিন্তু তার শেখার ইচ্ছে ছিল অদম্য। সেই জন্যই সম্প্রতি লিটারেসি ডিপ্লোমা নিতে সেই স্কুলে গিয়েছিলেন তিনি। ১০ দিনেই পেয়ে যান সেই ডিপ্লোমা।
১০০ বছর বয়সে প্রথম নাম লিখতে শিখলেন চীনের ঝাও শানজিন। কিছুদিন আগে তার বাড়ির কাছে একটি লিটারেসি ক্লাস খোলে। সেখানেই যোগ দেন তিনি।
এখন নিজের নাম লিখতে পেরে বেজায় খুশি ওই বৃদ্ধা। তার নাম বড় করে লিখে দেয়া হয়। সেটা দেখে প্রায় ঘণ্টাখানেক ধরে নাম লেখেন তিনি। তার এ সাফল্যে শুধু তিনিই খুশি নন, ও তার পরিবারও খুশি।
জানা গেছে, চীনের অশিক্ষার হার ১৯৪৯-এ ছিল ১৫ থেকে ২৫ শতাংশ। ২০১০- এ সেই হার চার শতাংশে পৌঁছে।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/