সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৫৩:২৯

মশা নিয়ে রুশ তরুণীদের 'কামড়' প্রতিযোগিতা

মশা নিয়ে রুশ তরুণীদের 'কামড়' প্রতিযোগিতা

এক্সক্লুসভি ডেস্ক : মশার কামড় খেতে কার ভালো লাগে। তা নিয়ে আবার তরুণীদের প্রতিযোগিতা! মশার কামড় খাওয়ার জন্য রাশিয়ায় রীতিমত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উরাল পর্বতমালার বেরেযনিকি শহরের একটি পুকুরে প্রতি বছরের ১৭ই জুলাই স্থানীয়রা জড়ো হন এই উৎসবে যোগ দিতে। সেখানে প্রতিযোগিতা হয় কে কত বেশি মশার কামড় সহ্য করতে পারেন।

একটা প্রতিযোগিতার নাম ‘মোস্ট ডিলিশিয়াস গার্ল’। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেয়েদের সংক্ষিপ্ত পোশাকে দাঁড়িয়ে থাকতে হয় বিশ মিনিট। এই সময়ের মধ্যে যাকে সবচেয়ে বেশি মশা কামড় দেবে, তিনিই হবেন প্রতিযোগিতায় বিজয়ী।

বিচারকদের মধ্যে থাকবেন একজন ডাক্তারও।

উৎসবের আরেকটি আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে মশা ধরার প্রতিযোগিতা। যে যত বেশি জীবিত মশা ধরতে পারবে, সেই হবে বিজয়ী।

রাশিয়ার এই মশা উৎসব শুরু হয় দুবছর আগে। এর মধ্যেই সাড়া ফেলে দিয়েছে এই উৎসব। সূত্র: বিবিসি
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে