বুধবার, ০১ জুন, ২০২২, ১১:০২:০১

নারীর নজর কাড়ার এক দারুণ কৌশল

নারীর নজর কাড়ার এক দারুণ কৌশল

এক্সক্লুসিভ ডেস্ক: প্রত্যেক পুরুষই চায় নিজেকে আর্কষণীয় করে তুলতে। যে কেন নারী যেন তার নজর কাড়ে!  অফিসে ভালো কাজ করার পাশাপাশি নিজের ঝলমলে উপস্থিতিও খুব দরকারি। তাই মহিলাদের পাশাপাশি পুরুষদেরও সঠিক পোশাক পরে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। নারীর নজর কাড়ার এক দারুণ কৌশল:

সোমবার সাদা শার্ট। তার সঙ্গে ক্যান্ডি ব্লু স্ট্রিপস চিনোস এবং ব্রাউন লেদার ফর্ম্যাল জুতো পরে যেতে পারেন। মঙ্গলবারের ফর্ম্যাল পোশাকের সঙ্গে লেদার ব্রোগস এবং হ্যারিংবোন মাফলার আপনার লুককে আরও আধুনিক করে তুলবে।

বুধবার সাদা ডবি শার্টের সঙ্গে ফর্ম্যাল ট্রাউজার এবং কালো ফর্ম্যাল জুটা আদর্শ। বৃহস্পতিবার নেভি ব্লু কিংবা বটল গ্রীন পপলিন শার্টের সঙ্গে ব্রাউন লেদার লোফার্স আর তার সঙ্গে জ্যাকেট কিংবা ব্লেজার আপনাকে রুচিপূর্ণ লুক দেবে।

শুক্রবার গ্রাফিক পোলো টি-শার্ট, তার সঙ্গে ফাঙ্কি সাদা স্নিকার্স কাজের জায়গাতেও আপনাকে সকলের থেকে বেশি আকর্ষণীয় করে তুলবে। টিপস মানতে প্রাথমিক কিছু খরচা আছে বটে। তবে বছর শেষে বেতনবৃদ্ধিতে তা পুষিয়ে যাবে বলেই আশা করা যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে