এক্সক্লুসিভ ডেস্ক : সেলফি এখন একটি বহুল প্রচলিত শব্দ। স্থান, কাল, পাত্রের বালাই নেই। সব শ্রেণি, পেশা ও বয়সের মানুষই এখন সেলফি নিয়ে ব্যস্ত। বিশেষ করে যুব সমাজ রীতিমতো সেলফি রোগে আক্রান্ত হয়ে পড়েছে। তা এখন মানুষের গন্ডি পেরিয়ে প্রাণীদের মধ্যেই ছড়িয়ে পরেছে এই রোগ। বিভিন্ন প্রাণীর সাথে অনেককে সেলফি তুলতে দেখা গেলেও এবারই প্রথম বিড়ালের সেলফির খবর জানা গেল।
সম্প্রতি ইন্সটাগ্রামে আপলোড হয়েছে এক বিড়ালের সেলফি। মানে বিড়াল নিজেই নিজের ছবি তুলেছে আরকি!
বিড়ালটির পেছনে রয়েছে তার কয়েক কুকুর বন্ধু। সেলফিটিতে লাইক পড়েছে এক মিলিয়নেরও বেশি। শেয়ার হয়েছে কয়েক হাজার। আর কমেন্টস্ত ২১ হাজার!
গাছের গুঁড়ির ওপর দাঁড়িয়ে এক হাতে সেলফি তোলা ধূসর সাদা বিড়ালের পেছনে ছিলো চারটি কুকুর। এদের মধ্যে দু’টো ছিলো রটওয়েইলার্স।
সেলফিটি অনেকেই রিপোস্ট করেছেন। ফেসবুকেও কমিক্যাল শটটি সাড়া ফেলেছে ব্যাপক।
তবে বিড়ালের সেলফি তোলার সময় ক্যামেরার পেছনে অাদৌ কেউ ছিলো কিনা বা ক্যামেরাটি জ্ঞানত বিড়ালের হাতের নাগালে রাখা হয়েছিলো কিনা তা জানা যায়নি।
১৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস