এক্সক্লুসিভ ডেস্ক: সড়ক দূর্ঘটনা থেকে রক্ষা পেতে গুগল অনেক আগে থেকেই চালকবিহীন গাড়ি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। গুগলের তৈরি গাড়িগুলো ইতিমধ্যে হাইওয়েতে নিরাপদভাবে চলাচলও করেছে। তবে চালকবিহীন গাড়ির বিষয়টি কিছুটা ভিন্নভাবে উপস্থাপন করেছে ইয়ামাহা। সম্প্রতি তারা গাড়ির পরিবর্তে মোটরসাইকেল চালানোর জন্য রোবট ব্যবহার করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। খবর-ওইয়ার্ড।
খবরে বলা হয়, সম্পূর্ণ ভিন্ন একটি উপায়ে মোটরসাইকেল চালিয়ে দেখাল ইয়ামাহা। এ ক্ষেত্রে তারা মোরসাইকেলকে স্বয়ংক্রিয়ভাবে না চালিয়ে তাতে ‘মটোবোট’ নামের একটি বুদ্ধিমান রোবট স্থাপন করেছে।
মোরসাইকেলটি স্বয়ংক্রিয়ভাবে চালানোর এ প্রযুক্তি কী কাজে লাগবে? এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে বিভিন্ন ধরনের মোটরসাইকেল তার সর্বোচ্চ ক্ষমতা পর্যন্ত চালিয়ে দেখতে এ প্রযুক্তি খুবই কার্যকর হবে। এ ক্ষেত্রে মানুষের নিরাপত্তাজনিত নানা সীমাবদ্ধতা থাকলেও তা রোবটের থাকে না। আর এ কারণে কোনো মোটরসাইকেল পরীক্ষামূলকভাবে চালাতে রোবটের সহায়তা নেওয়া অত্যন্ত সুবিধাজনক।
মটোবোট নামে এ মোটরবাইক রোবটটির নির্মাণে ইয়ামাহা ও এসআরআই ইন্টারন্যাশনাল যৌথভাবে কাজ করছে। তারা গত অক্টোবরে মটোবোট উদ্বোধন করে। রোবটটি নির্মাণে বিভিন্ন কম্পোজিট পদার্থ ব্যবহৃত হয়েছে। এটি মোটরসাইকেলের গিয়ার পরিবর্তন, ক্ল্যাচ ও ব্রেক চাপাসহ সবগুলো কাজই নিখুঁতভাবে করতে পারে। তবে দুর্ঘটনা এড়াতে এখনও মটোবোটকে সাধারণ রাস্তায় চলতে দেওয়া হচ্ছে না। ভবিষ্যতে হয়ত এটি সাধারণ রাস্তাতেও চলতে পারবে।
১৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম