এক্সক্লুসিভ ডেস্ক: মানুষ সামাজিক জীব। মানুষ তাই জীবনে চলার পথে একে অপরকে বিশ্বাস করেই সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর এই বিশ্বাস থেকেই তৈরী হয় অতিরিক্ত বিশ্বাস। এই অতিরিক্ত বিশ্বাসের কারণে জীবনে কখনো কখনো মহাবিপদ ডেকে নিয়ে আসে। তাই জীবনে অনন্ত ৪টি ক্ষেত্রে অতিরিক্ত বিশ্বাস করা উচিত নয়।
১। দাম্পত্য দুটি মানুষের সম্পর্ক, এই দুটি মানুষের সম্পর্কের মাঝে তৃতীয় কোন ব্যক্তিকে অন্ধ বিশ্বাস করতে যাবেন না।
অন্যের কথা শুনে বা অন্যকে বিশ্বাস করে নিজের ভালোবাসার মানুষ বা বন্ধুকে কখনোই ভুল বুঝবেন না বা সন্দেহ করবেন না। তৃতীয় ব্যক্তির ওপরে অন্ধ বিশ্বাসের মূল্য আপনাকে শোধ করতে হবে নিজের প্রিয় সম্পর্কটি দিয়ে।
২। ভুল করেও কর্মক্ষেত্রে কাউকে চোখ বুজে বিশ্বাস করবেন না। আজ যে আপন, কাল সেই-ই পিঠে ছোরা মারতে এক বিন্দু দ্বিধা করবে না। বরং তাঁদের কারণে উল্টো নিজের পরিশ্রমের ফল হারাতে পারেন আপনি।
আর্থিক বিষয়ে
৩। প্রতিটি মানুষেরই কিছু গোপন কথা থাকে। একান্তই গোপন ও ব্যক্তিগত এইসব তথ্য কখনো কাউকে শেয়ার করবেন না। এসব জিনিসের কারণে পরবর্তীতে ভয়াবহ বিপদেও পড়তে পারেন আপনি।
৪। টাকা এমন একটি জিনিস, যা যে কোন সম্পর্ককে নষ্ট করে দেয়ার জন্য যথেষ্ট। যতই আপন মানুষ হোক না কেন, টাকা পয়সার ক্ষেত্রে অবশ্যই কাউকে অন্ধ বিশ্বাস করবেন না। টাকা এমন বস্তু যে আপনকেও পর বানিয়ে দিতে সময় নেয় না।
সূত্র- সাইকোলজিটুডে
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে