সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ০৪:২৯:৫৫

মেয়েরা সুন্দর চেহারার চেয়েও পুরুষের একটি বিশেষ গুণকে অধিক পছন্দ করে

মেয়েরা সুন্দর চেহারার চেয়েও পুরুষের একটি বিশেষ গুণকে অধিক পছন্দ করে

এক্সক্লুসিভ ডেস্ক: অনেকেই মনে করেন যে সুন্দরী মেয়েরা মনেহয় সুন্দর চেহারার পুরুষকে অধিক পছন্দ করে। কিন্তু সম্প্রতি ইভোলিউশনারি সাইকোলজির এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে ইন্ডিপেনডেন্ট জানিয়েছে মেয়েরা সুন্দর চেহারার চেয়েও পুরুষদের একটি বিশেষগুণকে অধিক পছন্দ করে।

এই গবেষণার জন্য নারীদের বিভিন্ন ধরনের পুরুষের ছবি দেখানো হয় এবং তা থেকে কাদের ভালো লাগে তা জানাতে চাওয়া হয়। তাদের দেয়া বিভিন্ন ছবিতে বিভিন্ন গল্প তুলে ধরা হয়। যেমন, তাদের কেউ গৃহহীন মানুষকে সাহায্য করছে, কেউ দুঃখি মানুষকে সাহায্য করছে, কেউ মাস্তানি করছে কিংবা পানি থেকে শিশুকে উদ্ধার করছে।
বিভিন্ন ধরনের পুরুষের ছবি দেখিয়ে তা থেকে নারীদের দীর্ঘস্থায়ী সঙ্গী হিসেবে কাউকে বেছে নিতে বলা হয়। এতে দেখা যায়, যে সব পুরুষ জনকল্যাণমূলক কাজে নিয়োজিত তাদের অধিকাংশ নারী পছন্দ করেছেন।

এ গবেষণায় আরেকটি বিষয় ছিল চেহারা কিংবা শারীরিকভাবে আকর্ষণীয় পুরুষের সঙ্গে গুণের তুলনা করা। আদর্শ মানুষ অবশ্য শারীরিকভাবে আকর্ষণীয় এবং গুণবান উভয়ই হতে পারে। কিন্তু নারীরা কোন বিষয়টিকে গুরুত্ব দেয়, তা দেখাও ছিল গবেষকদের উদ্দেশ্য। এতে দেখা যায়, শারীরিক আকর্ষণের তুলনায় পুরুষের গুণকে নারীরা শেষ পর্যন্ত বেছে নেয়।
১৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে