এক্সক্লুসিভ ডেস্ক : পৃথিবীতে আবিষ্কারের শেষ নেই। তথ্যপ্রযুক্তির যুগে কত কিছুই না আবিষ্কার হচ্ছে। এবারের আবিষ্কারটি সত্যিই আপনাকে চমকে দেবে। ইচ্ছে করলেই যে ব্রিজ ঘোরানো যায় এমন কথা শোনা না গেলেও ঘটনা সত্যি।
এই আজব ব্রিজটি ডেনমার্কের ডাচ ড্যামে অবস্থিত। ব্রিজটির বিশেষ বৈশিষ্ট্য হলো- প্রয়োজনে যেকোনো ডিগ্রি বা কোণে এটি ঘোরানো যায়।
ব্রিজটির নিচ দিয়ে চলাচল করে উঁচু নৌকা বা নৌযান। যখন নৌযান চলাচল করে তখন উপরের সড়ক পথটি বন্ধ হয়ে যায়। আবার যখন সড়ক পথ চালু থাকে তখন নিচের চলাচল বন্ধ থাকে। এভাবেই চলে পারাপারের কাজ।
এমন দৃশ্য সত্যিই আপনাকে অবাক করবে। আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে পৃথিবী। বদলে যাচ্ছে পরিবেশ। সবকিছু হাতের মুঠোয় নিয়ে আসছে মানুষ। সূত্র : ইন্টারনেট
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/