এক্সক্লুসিভ ডেস্ক: গলায় থাকে থাকে মোটা মোটা স্বর্ণের চেন, হাতের দশ আঙুলে দশটি স্বর্ণের আংটি, চোখ ধাঁধানো স্বর্ণের ব্রেসলেট, সঙ্গে হীরে বাঁধানো সোনার ঘড়ি। এক কথায় বলা যায় তার মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণে মোড়ানো। তবে ইনি কোনও ধনকুবের ব্যবসায়ী নন, সর্বত্যাগী এক সন্ন্যাসী! খবর- এই সময়।
মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণে মোড়ানো এই সন্নাসীর নাম 'গোল্ডেন বাবা'। সাঙ্গুপাঙ্গ নিয়ে সারা গায়ে স্বর্ণের ঝমঝমিয়ে গঙ্গায় ডুব মারেন তিনি। অর্ধকুম্ভে সাধারণত নাগা সন্ন্যাসী বা অন্য 'হেভিওয়েট' সাধুদের খুব একটা দেখা যায় না। তবে সোনার চমকে সবার চোখ ঝলসিয়ে এবারের অর্ধকুম্ভ একাই জমিয়ে দিয়েছেন গোল্ডেন বাবা।
তাঁর শিষ্যদের দাবি, গোল্ডেন বাবার সারা গায়ে ১৫.৫ কেজি সোনা রয়েছে, ভারতীয় বাজারমূল্যে দাম প্রায় তিন কোটি টাকা। সোনার মতোই তাদের গুরুও দামী ও দুর্লভ। তাই সোনার সঙ্গে নিজের মিল বোঝাতে তিনি নিজেকে সোনায় মুড়ে রাখেন বলে জানিয়েছে শিষ্যরা।
এই গোল্ডেন বাবার আসল নাম সুধীর কুমার মিশ্র। সন্ন্যাস নেওয়ার আগে তিনি দিল্লিতে পারিবারিক কাপড়ের ব্যবসা দেখভাল করতেন। তিনি জানিয়েছে যে ব্যবসায়ী জীবনে যে সব মিথ্যাচারের আশ্রয় নিয়েছিলেন, সেই পাপ মুছতেই তাঁর সন্ন্যাস। গরীব-দুঃখীদের সাধ্যমতো সাহায্য করেন বলে দাবি করেছেন তিনি।
১৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম