এক্সক্লুসিভ ডেস্ক: কারো অনুমতি না নিয়ে ফেসবুকে ছবি ট্যাগ করা নিশ্চয় বড় ধরণের অপরাধ। কারণ ফেসবুকের প্রতিটি পেজের মালিক আলাদা আলাদা ব্যক্তি। সেই ব্যক্তির নিজস্ব মারিকানাধীন অ্যাকাউন্টে ছবি পোষ্ট করা নিশ্চয় অপরাধ। আর এই অপরাধে এবার এক তরুণীকে দেয়া হলো কারাদণ্ড।
এতো গেল সাধারণ একটা হিসাব, আদালত যদি কাউকে ফেসবুকে যোগাযোগ করতে নিষেধাজ্ঞা জারি করেন তবে অবশ্যই ফেসবুক বন্ধ করে রাখা উচিত, তাই নয় কি? কিন্তু আদালতের এই উপদেশ ঠিকমতো মানেন নি যুক্তরাষ্ট্রের মারিয়া গঞ্জালেজ নামের এক গৃহবধু।
নিউ ইয়র্ক ল জার্নালের প্রতিবেদনের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছেন, মারিয়া গঞ্জালেজকে তাঁর ননদ ম্যারিবেল ক্যালডেরনের সঙ্গে যোগাযোগে নিষেধ করেছিলেন আদালত। কিন্তু সে নিষেধ উপেক্ষা করে মারিয়া ফেসবুকে একটি পোস্ট লেখেন এবং সেই পোস্টে তাঁর ননদকে ‘স্টুপিড’ লেখেন বলে অভিযোগ ওঠে।
কাউকে যখন ফেসবুকে ট্যাগ করা হয়, তখন তিনি একটি নোটিফিকেশন পান। ননদকে পোস্ট ট্যাগ করায় গঞ্জালেজের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এ পোস্ট ট্যাগ করায় তাঁর এক বছরের জেল হতে পারে।
আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকটিং ওয়েসেস্টার কাউন্টি সুপ্রিম কোর্টের বিচারক ক্যালডেরনকে ট্যাগ করার মারিয়ার পোস্টটিকে ইলেকট্রনিক কমিউনিকেশন বলে উল্লেখ করেছেন।
১৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম