মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০১:৩৫:৫৬

হোয়াটস্অ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

হোয়াটস্অ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

এক্সক্লুসিভ ডেস্ক : হ্যাঁ সুখবর নিশ্চিয়! কয়েক সপ্তাহ পরেই আর হোয়াটস্অ্যাপ করার জন্য বার্ষিক ফি দিতে হবে না। অবশ্য, টাকার অঙ্কটা যে বিশাল কিছু ছিল, তা নয়! বছরে ১ ডলার।

বাংলাদেশী মুদ্রায় ধরলে মেরে-কেটে ৭৮ টাকার মতন!
সেই টাকাটাও যে এখন থেকে দিতে হবে না, এটা নিশ্চিত ভাবেই খুশির খবর।

তবে, সব ইউজারদের কাছ থেকে যে হোয়াটস্অ্যাপ বার্ষিক ফি আদায় করে, এমন কিন্তু নয়। এত দিন অব্দি নিয়ম ছিল, এক বছর পেরিয়ে গেলেই পরের বছর থেকে হোয়াটস্অ্যাপ করার জন্য টাকা দিতে হবে।

কিন্তু বাস্তব বলছে, সব সময়ে সবার কাছ থেকে টাকা চাওয়া হয় না। বছর বছর বেড়েই চলে সেই সব ইউজারদের ফ্রি হোয়াটস্অ্যাপ করার মেয়াদ।

হোয়াটস্অ্যাপ কি তাহলে বুঝতে পেরেছে, এই টাকা চাওয়ার ব্যাপারটা খুব একটা সুবিধার নয়? একেবারেই তাই!

''আমরা উপলব্ধি করতে পেরেছি, অনেক হোয়াটস্অ্যাপ ইউজারেরই ডেবিট বা ক্রেডিট কার্ড থাকে না। ফলে, টাকা দেওয়াটা তাদের পক্ষে একটা জটিল ব্যাপার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই বন্দোবস্ত তুলে দেওয়া হবে। ফ্রি হয়ে যাবে হোয়াটস্অ্যাপ পরিষেবা'', এই কথাগুলো সম্প্রতি তাদের ব্লগে লিখে জানিয়েছে হোয়াটস্অ্যাপ।

পাশাপাশি, হোয়াটস্অ্যাপ জানিয়েছে, এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে তাদের ইউজারদের সংখ্যা বিলিয়ন পেরিয়ে গিয়েছে। সেই সাফল্য উদযাপন করতেই পরিষেবা ফ্রি করে দিয়ে আরও বেশি বাজার ধরার সিদ্ধান্ত নিল হোয়াটস্অ্যাপ।

১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে