রবিবার, ১৯ জুন, ২০২২, ০৫:২৯:৩২

১১টি বিয়ে করেও আসক্তি মেটেনি, দ্বাদশ স্বামীর খোঁজে মার্কিন মহিলা

১১টি বিয়ে করেও আসক্তি মেটেনি, দ্বাদশ স্বামীর খোঁজে মার্কিন মহিলা

এক্সক্লুসিভ ডেস্ক: মার্কিন মহিলা মনেট ডিয়াস, বয়স ৫২ বছর। ভাবছেন কে এই মনেট? আমেরিকাবাসী এই মহিলা ১১ বার বিয়ে করে ফেলেছেন। ১১টি বিয়ে করেও আসক্তি মেটেনি, দ্বাদশ স্বামীর খোঁজে মার্কিন মহিলা। কোনও কল্পকাহিনি বা সিনেমার চিত্রনাট্য নয়। 

সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে মনেট ডিয়াসের খবর। পরে তার কাহিনি বিশেষ শো হিসেবে দেখানো হয়েছে। শোয়ের নাম দেওয়া হয়েছে ‘অ্যাডিক্টেড টু ম্যারেজ’ অর্থাৎ ‘বিয়েতে আসক্ত’। শোয়ের একটি প্রোমোও প্রকাশ্যে এসেছে। যেখানে মনেট নিজের বারবার প্রেমে পড়ার কাহিনি জানিয়েছেন। 

শোয়ে নিজের এই বহুবিবাহের কথা বলতে গিয়ে মনেট জানান প্রথমবার তিনি প্রেমে পড়েছিলেন স্কুলজীবনে। স্কুলের বন্ধুর সঙ্গে বেশিদিন বিয়ে টেকেনি কিন্তু হার মানেননি তিনি। আবারও প্রেমে পড়েন। দ্বিতীয় স্বামীকে মনেট দু’বার বিয়ে করেন। চতুর্থ স্বামীর সঙ্গে তাদের সন্তানদেরও আপন করে নিয়েছিলেন কিন্তু সেটাও টেকেনি। 

পঞ্চম স্বামীকে নিজের জীবনের একমাত্র প্রেম হিসেবে ব্যাখ্যা করেছেন মনেট কিন্তু প্রেম আর বিয়ে তো এক নয়। তাই সে বিয়ে ভেঙে যায়। ষষ্ঠ স্বামীর সঙ্গেও দুই বার বিয়ে করেন মনেট। ৫২ বছরের মহিলার নবম স্বামী খুব একটা ভাল মানুষ ছিলেন না। 

দশম স্বামীর সঙ্গে ভাল বন্ধুত্ব থাকলেও এগারোতম স্বামীর বিষয়ে কোনও কথাই বলতে চান না মার্কিন মহিলা কিন্তু এতগুলো বিয়ের পরও হাল ছাড়তে রাজি নন তিনি। ভালবাসার খোঁজে ১২তম বিয়ের প্রতীক্ষায় মনেট। সম্ভাব্য পাত্র পেয়েও গিয়েছেন তিনি। জন নামের এক ব্যক্তির সঙ্গে আপাতত প্রেম করছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে